নিজস্ব প্রতিবেদন : বিদ্যাসাগর কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঈশ্বরচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠা সম্পূর্ণ 'নাটক' বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতির সাফ বক্তব্য, "মূর্তি ভেঙে, মূর্তি প্রেম" করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এজন্য মুখ্যমন্ত্রীকে ধিক্কারও জানিয়েছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ফেসবুকে একটি পোস্ট করে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেছেন দিলীপ ঘোষ। দিলীরপের দাবি, রাজ্যে যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, তার থেকে সাধারণ মানুষের নজর ঘোরাতেই এসব 'নাটক ফেঁদেছেন' তৃণমূল নেত্রী।



প্রসঙ্গত, আজ হেয়ার স্কুলে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর হেয়ার স্কুল থেকে বিদ্যাসাগর কলেজ পর্যন্ত পদযাত্রা করে সেই মূর্তি নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, শেষদফা লোকসভা ভোটের আগে অমিত শাহের রোড শো-কে ঘিরে ধুন্ধুমার বাঁধে কলকাতা বিশ্ববিদ্যালয় ও বিদ্যাসাগর কলেজে।


আরও পড়ুন, এনআরএস কাণ্ডের জের, আগামিকাল রাজ্যে ১২ ঘণ্টা আউটডোর পরিষেবা বন্ধ


রোড শো-কে ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি। তখনই বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ফেলে দুষ্কৃতীরা। কিন্তু কে বা কারা ভাঙল মূর্তি? তা নিয়ে দু' দলই একে অপরকে কাঠগড়ায় তুলেছে।