নিজস্ব প্রতিবেদন: ঘনিয়ে আসছে বিধানসভার ভোট। তার আগে আবারও রাষ্ট্রপতি শাসন চাইলেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতির কথায়,''বাংলায় রাষ্ট্রপতি শাসন  জারি হলেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। প্রধানমন্ত্রী যা বলেছেন, সেটাই সঠিক।'' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিহার জয়ের উদযাপন মঞ্চে নাম না করে বাংলার শাসক দলকে নিশানা করেন নরেন্দ্র মোদী। বলেছেন, ''গণতান্ত্রিক ব্যবস্থায় এঁটে উঠতে না পেরে দেশের কয়েকটি এলাকায় বিজেপি কর্মীদের খুন করে লক্ষ্যপূরণ করতে চাইছে। তাঁদের বোঝানোর চেষ্টা করছি এখন। হুমকি দেওয়ার দরকার নেই। ওটা জনতা দেখে নেবে। নির্বাচন আসবে, যাবে। গণতন্ত্রে জয়, পরাজয় হতে থাকে। কিন্তু এই মৃত্যুর খেলা গণতন্ত্র চলতে পারে না। মৃত্যুর খেলায় কেউ সমর্থন পায় না। দেওয়াল লিখন পড়ে নিন।'' সেই প্রসঙ্গের উল্লেখ করে দিলীপ ঘোষে বলেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা প্রবল হয়ে উঠছে। এখন তো অন্য রাজনৈতিক দলগুলিও একই দাবি করছে। কাল আমার উপরে আক্রমণ করে ওরা বুঝিয়ে দিল, পশ্চিমবঙ্গ নিয়ে প্রধানমন্ত্রী যা বলছেন, সেটাই সঠিক।'' বলে রাখি, গতকাল, বৃহস্পতিবার আলিপুরদুয়ারের জয়গাঁতে হামলার মুখে পড়েছিল দিলীপ ঘোষের কনভয়।


বাংলায় কি রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে? অতিসম্প্রতি একটি সংবাদমাধ্যমের প্রশ্নে অমিত শাহ বলেছেন, ''বাংলায় আইনের শাসন নেই। জেলায় জেলায় বোমা তৈরির কারখানা গড়ে উঠেছে। বাড়ছে অনুপ্রবেশ। পরিস্থিতি খুব খারাপ। বিরোধীদের হত্যা ও মিথ্যা মামলা করা হচ্ছে। ভারতের আর কোনও রাজ্যে এমনটা নেই। একটা সময়ে কেরলে এসব হত। সেখানেও নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি। বাংলার বিজেপি নেতারা রাষ্ট্রপতি শাসন জারির যে দাবি করছেন, তা অসঙ্গত নয়।''


আরও পড়ুন- রোজ ₹২২ কোটি দান করে সবচেয়ে 'দয়ালু' ভারতীয় আজিম প্রেমজি