নিজস্ব প্রতিবেদন : সব্যসাচী দত্তকে বিজেপিতে স্বাগত জানালেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, "আমি শুনেছি সব্যসাচী যোগদান করছেন। আমার সঙ্গে কোনও কথা হয়নি। সব্যসাচী দত্তকে স্বাগত। এখন তো অনেকেই যোগদান করতে চাইছেন। সবাই স্পেশাল।"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আগামিকালই বিজেপিতে যোগ দিচ্ছেন বিধাননগরের প্রাক্তন মেয়র। ঘনিষ্ঠ সূত্রে পাওয়া খবর, আগামিকাল সকাল ১১টায় বিধাননগরে একটি মিছিলে যোগ দেবেন সব্যসাচী দত্ত। তারপরই তিনি গেরুয়া শিবিরে যোগ দেবেন। মিছিল করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা গ্রহণ করবেন সব্যসাচী। দেবীপক্ষের শুরুতেই দল বদলে রাজনৈতিক কেরিয়ারে নিজের নতুন জার্নি শুরু করছেন সব্যসাচী দত্ত।''


আরও পড়ুন, নারদকাণ্ডে ধৃত মির্জার ১৪ দিনের জেল হেফাজত! বললেন, 'চেপে রাখা কথা সব বলে হাল্কা বোধ করছি'


সব্যসাচী দত্তের বিজেপিতে যোগদান ছাড়াও এদিন পুরোহিতদের ভাতা ইস্যুতেও তৃণমূল সরকারকে একহাত নেন দিলীপ ঘোষ। তোপ দাগেন, "১ লাখ টাকার পুজো করছে আর পুরোহিতদের টাকা বাড়াতে পারছে না?" প্রশ্ন তোলেন বিজেপি রাজ্য সভাপতি। জানান, পুরোহিতরা তাঁর সাথে যোগাযোগ রাখছেন।