নিজস্ব প্রতিবেদন: আজই ছিল আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Bandopadhyay) কার্যকালের শেষ দিন। ৩ মাসের মেয়াদ বৃদ্ধি না নিয়ে অবসর নিলেন মুখ্যসচিব। এখানেই কি যবনিকা পতন হচ্ছে? নাকি ব্যবস্থা নিতে পারে কেন্দ্র? আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের কথায়,''আলাপন এক্সটেনশন গ্রহণ না করলে কেন্দ্রের কিছু করার নেই। নির্দেশ কাগজে পরিণত হবে।'' আলাপন অবসর নেওয়ায় কেন্দ্রের আর কিছু করণীয় নেই। একই মত প্রাক্তন মুখ্যসচিব অর্ধেন্দু সেনের।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Zee ২৪ ঘণ্টার 'Crossfire' অনুষ্ঠানে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন,''প্রথাগতভাবে অবসর নিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের ক্ষমতা রয়েছে তাই উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছে। আলাপনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি অধিকার নেই কেন্দ্রের। তিনি অবসর নিয়ে ফেলেছেন। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের অধীন নয়। সংবিধানের পরিধিতে রাজ্য সরকারের স্বাধীন ক্ষমতা আছে।''


প্রাক্তন মুখ্যসচিব অর্ধেন্দু সেন বলেন, ''এক্সটেনশন নিলে নির্বিঘ্নে কাজ করতে পারতেন না আলাপন বন্দ্যোপাধ্যায়। ওঁর অভিজ্ঞতা রাজ্যের মানুষের কাজে লাগুক। এখন কেন্দ্রের আর কিছু করণীয় থাকে না। উপদেষ্টার পদে নিয়োগের জন্য কেন্দ্রের অনুমতি দরকার হয় না রাজ্যের। যা ব্যবস্থা নেওয়ার অবসরের আগে নিতে হত।''


প্রাক্তন আমলা জহর সরকারের কথায়,''রাজ্য সরকার নতি স্বীকার করলে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় তারাও আঘাত করত। আইএএস ক্যাডার বিধি ৬(১) অনুযায়ী কেন্দ্র ও রাজ্যকে আলোচনা করতেই হবে। একতরফা করা সিদ্ধান্ত নেওয়া যাবে না। মতান্তর হলে কেন্দ্রের মত থাকবে। কিন্তু আলাপনকে অবান্তর নির্দেশ দেওয়া হয়েছিল। রাজ্যের সঙ্গে আলোচনাই করেনি কেন্দ্র।'' 


সোমবারই ছিল আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Bandopadhyay) কার্যকালের শেষ দিন। তবে মুখ্যমন্ত্রীর অনুরোধে তাঁর মেয়াদ ৩ মাস বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার চিঠি দিয়ে তাঁকে নর্থ ব্লকে কর্মিবর্গ ও প্রশিক্ষণ দফতরে কাজে যোগ দিতে বলা হয়। সোমবার নয়াদিল্লি যাননি আলাপন বন্দ্যোপাধ্যায়। তাঁকে রাজ্যেই রাখতে চেয়ে প্রধানমন্ত্রীকে এ দিন চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, সেই চিঠির উত্তর আসেনি। তবে এ দিন বিকেলে মুখ্যসচিবের কাছে আর একটি চিঠি আসে। তাতে বলা হয়, মঙ্গলবার সকাল ১০টায় নর্থ ব্লকে যোগ দিতে হবে আলাপনকে বন্দ্যোপাধ্যায়কে (Alapan Bandopadhyay)। 'এক্সটেনশন' প্রত্যাহার করে আলাপন অবসর নিয়েছেন বলে সাংবাদিক বৈঠকে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ঘোষণা করেন, তাঁকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগের কথা।                     


আরও পড়ুন- করোনার সংক্রমণ হার ও দৈনিক আক্রান্ত কমেছে, নবান্নে সংখ্যা-তথ্য দিলেন Mamata