নিজস্ব প্রতিবেদন:  গত পরশু পর্যন্তও ছিল ঘিঞ্জি জমজমাট এলাকা। সরু, সংকীর্ণ রাস্তা দিয়ে দুজনে পাশাপাশি চলাই ছিল দায়! আজ সেই ব্যস্ততার লেশমাত্র নেই। মুখোমুখি দাঁড়িয়ে থাকা তিন-চার তলা বাড়িগুলি যেন দীর্ঘশ্বাস ফেলছে। আর সেই সরু গলিতে ঢুকলেই মন নাড়িয়ে দেওয়া একটা অদ্ভূত নিস্তঃব্ধতা। হ্যাঁ, রবিবারের পর কার্যত প্রেতপুরীতে পরিণত হয়েছে বউবাজারের বিবি গাঙ্গুলি স্ট্রিট লাগোয়া দুর্গা পিতুরি লেন। আজ সেখানে গিয়ে দেখা গেল, শূন্য বুকে যেন দাঁড়িয়ে রয়েছে বাড়িগুলি। রাস্তা জনমানবশূন্য। প্রত্যেকেই নিজের বাড়ি ছেলে আশ্রয় নিয়েছেন মেট্রো রেলের বুক করা এমব্যাসি বা ব্রডওয়ে হোটেলের এক চিলতে কামরায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



কোন ভরসায় নিজের বাড়িতে রাত কাটাবেন তাঁরা! যে কোনও সময়েই তো ঘটে যেতে পারে বড় বিপর্যয়। মাথার গোঁজার ঠাঁইটাই ভেঙে পড়তে পারে মাথায়! পুলিস প্রশাসনের তরফে বাড়ি খালি করে দেওয়ার কথা বলা হয়েছে। রাতারাতি সর্বস্ব ছেড়ে ঠাঁই নিয়েছেন তাঁরা হোটেলে।


বউবাজারে টানেল বিপর্যয়, সাধারণ মাটি পরীক্ষায় ধরা পড়ে না এই ধরনের ওয়াটার পকেট!


দুর্গা পিতুরি লেনে কারোর ঢোকার অনুমতি নেই। গোটা পাড়া যেন খাঁ খাঁ করছে। পাড়ার প্রায় ১২২টি বাড়িই যেন দাঁড়িয়ে রয়েছে শূন্য বুকে!


অন্যদিকে, মুচিপাড়া থানা সূত্রে জানা গিয়েছে, স্যাঁকরা পাড়ার সবকটি বাড়ি দ্রুত খালি করা হবে। এলাকার কোন কোন হোটেলে কটা ঘর খালি রয়েছে, তা খোঁজ নিয়ে মেট্রোকে জানাবে মুচিপাড়া থানা। তারপরই খালি করার কাজ শুরু হবে।