কলকাতা: ৪টে দিন চুটিয়ে আড্ডা, খাওয়া-দাওয়া আর ঘুরে বেড়ানো। এটাই বাঙালির পুজোর ট্র্যাডিশন। তবে ২০১৫তে তিথি অনুযায়ী পুজোয় একটা দিন কমে যাওয়ায় মন খারাপ বাঙালির। নবমী-দশমী একই দিনে পড়ে যাওয়াতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোতে ১টি দিনের আড্ডা, খাওয়ায়া-দাওয়া আর ঘুরে বেড়ানো 'মিস'। কিন্তু ২০১৬ তে দেবী আরাধণা ৩ দিনের নয়, পুজোর সঙ্গে আড্ডা, খাওয়া-দাওয়া হবে ৪ দিনই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অক্টোবরের ৭, ২০১৬ দেবীর বোধন। মহাষষ্ঠী পড়েছে শুক্রবার।


অক্টোবর ৮, ২০১৬। নবপত্রিকা পুজো ও কলা বৌ স্নান দিয়ে শুরু মহাসপ্তমী।


অক্টোবর ৯, ২০১৬। রবিবারে মহাষ্টমী। শুধু বাঙালি নয়, অবাঙালিদের জন্যও ওই সানডে একেবারে 'সুপার সানডে', কারণ একেই রবিবার তারপর মহাষ্টমী।


অক্টোবর ১০, ২০১৬। সপ্তাহের শুরুর দিনটাই অনুষ্ঠিত হবে মহানবমী পুজো।


অক্টোবর ১১, ২০১৬। মঙ্গলবারে বিসর্জনের মধ্যে দিয়ে মঙ্গলময়ী মহামায়া পাড়ি দেবেন কৈলাসে।