নিজস্ব প্রতিবেদন: বাংলায় বন্যা পরিস্থিতির জন্য ডিভিসি-কে (DVC) কাঠগড়ায় তুলে 'ম্যান মেড বন্যা'র কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ দিনও তিনি অভিযোগ করেছেন, রাজ্যকে আগে থেকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি। এটা অপরাধ। বিবৃতি দিয়ে ডিভিসি কর্তৃপক্ষ দাবি করেছে, জল ছাড়ার বিষয়টি আগাম বিভিন্ন জেলার জেলাশাসকদের এবং রাজ্যের চিফ ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছিল।         


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ডিভিসি (DVC) জানিয়েছে,''নিয়ন্ত্রক কমিটির পরামর্শে জল ছাড়া হয়। ওই কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় জল কমিশনের সদস্য, পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ডের চিফ ইঞ্জিনিয়ার পর্যমর্যাদার আধিকারিকরা। কতটা জল ছাড়া হবে তাতে ডিভিসির কোনও ভূমিকা নেই। জল ছাড়ার আগে বন্যা সতর্কতার বার্তা দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের চিফ ইঞ্জিনিয়ার অফিসারকে। আগাম জানানো হয়েছিল পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়ার জেলাশাসকদের। এটাই প্রথাগত পদ্ধতি।''


এ দিন মুখ্যমন্ত্রী বলেছেন,''জল ছেড়ে একটা বছরে চারবার ফ্লাড করে দিয়েছে। এটা অপরাধ ছাড়া কী হতে পারে! আগে থেকে কেন কথা বলে জল ছাড়ছ না? যে-ই ঝাড়খন্ডে বৃষ্টি হচ্ছে সব জলটা বাংলায় ছেড়ে দিচ্ছে।'' ডিভিসি-র কাছ থেকে ক্ষতিপূরণ চাওয়া হবে বলেও জানান মমতা। তাঁর কথায়,''ডিভিসি প্রতিবার জল ছেড়ে ডোবাবে। কেন বাঁধ মেরামত করবে না? কেন ড্রেজিং করবে না? আমরা এবার ঠিক করেছি ক্ষতিপূরণ চাইব।''       


আরও পড়ুন- ট্রেনকে দড়ি বেঁধে আনতে হয়েছিল, তখন 'ম্যান মেড বন্যা' জেনেছিলেন তৎকালীন রেলমন্ত্রী Mamata