ওয়েব ডেস্ক : পর পর দুবার কেঁপে উঠল কলকাতার মাটি। রিখটার স্কেলে কম্পনমাত্রা ছিল ৬.৮। আপাতত জানা গিয়েছে ভূমিকম্পের উত্‍সস্থল মায়ানমার। সেখানে হয়েছে ৭.২৭ কম্পন। ঘটনাটি ঘটেছে সন্ধে ৭ টা ২৭ মিনিটে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ঘটনার পরপরই বন্ধ করে দেওয়া হয় মেট্রো চলাচল। বিভিন্স অফিস এবং বাড়ি থেকে শহরবাসী নেমে আসে রাস্তায়। তৈরি হয় আতঙ্কের পরিবেশ। বড় সড় কম্পনের ফলে এখনও আতঙ্কিত মানুষজন রয়েছে রাস্তাঘাটে। কম্পন শুধু কলকাতা তথা পশ্চিমবঙ্গে নয়। ভূমিকম্প টের পাওয়া গিয়েছে গুয়াহাটি থেকে বিহার এমনকি উত্তরপ্রদেশেও। এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। জলপাইগুড়ি জেলের বন্দিদেরও খুলে দেওয়া হয় জেলের মধ্যে।