নিজস্ব প্রতিবেদন : ফের পাতাল প্রবেশ করছে মেট্রো রেল। ২৬ বছর পর ফের নতুন করে পাতাল প্রবেশ করছে মেট্রো রেল। এপ্রিলের মধ্যেই ফুলবাগান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো চালানোর উদ্যোগ নিয়ে কর্তৃপক্ষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের প্রথম ভূগর্ভস্থ স্টেশন হচ্ছে ফুলবাগানে। যেখান দিয়ে চলবে ট্রেন। সল্টলেক স্টেডিয়ামের পরেই সুড়ঙ্গে ঢুকবে ট্রেন। প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। ইস্ট ওয়েস্ট মেট্রোর সূচনা উপলক্ষে এখন সাজছে ফুলবাগান স্টেশন। আগের থেকে অনেক আধুনিক নয়া এই মেট্রো স্টেশন। আর নামের সঙ্গে মিল রেখে প্ল্যাটফর্ম জুড়ে রয়েছে বাংলার ফুলের ছবি।


কীভাবে সেজে উঠেছে পাতাল-স্টেশন? চলুন দেখে নেওয়া যাক-



আরও পড়ুন, 'আল্লা আমার বিচার করবে', ভরা আদালতে বিচারককে জুতো ছুঁড়ল IS জঙ্গি মুসা


সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পৌছতে ১৪-১৬ মিনিট সময় লাগবে। ফুলবাগানের পরের স্টেশন শিয়ালদা। তবে এখন মেট্রো শিয়ালদা পর্যন্ত যাবে না। শিয়ালদার কাছে Y ক্রসিং দিয়ে ঘুরিয়ে নেওয়া হবে মেট্রো।