ওয়েব ডেস্ক : সব অপেক্ষা শেষ। সব প্রস্তুতি শেষ। ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ খুঁড়তে কাল সকালে গঙ্গা আরতি। তারপরেই নদীর পার থেকে গঙ্গার নীচে এগিয়ে যাবে টানেল বোরিং মেশিন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দু' মাসের মধ্যেই ৫২০ মিটার সুড়ঙ্গ তৈরি হবে গঙ্গার নীচে। দেশের মধ্যে এই প্রথম মেট্রো সুড়ঙ্গ হবে নদীর তলায়। সেখান দিয়েই ছুটবে ট্রেন। তার আগেই মাটির প্রায় ৩০ মিটার নীচে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।


আরও পড়ুন, চা ব্যবসায়ীর মেয়ের বিয়েতে যৌতুক 'উড়ছে' ১.৫ কোটি!


আরও পড়ুন, একটি ভিডিও যা সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দিল!(দেখুন ভিডিও)