শ্রেয়সী গঙ্গোপাধ্যায়


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাকাপাকিভাবে চলার আগে প্রথমবার ইস্ট-ওয়েস্ট মেট্রোপথে পরীক্ষামূলকভাবে চলল ট্রেন। প্রথম পর্যায়ে সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত চালু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। ওই পথেই বুধবার পরীক্ষামূলকভাবে ট্রেন চালাল মেট্রো কর্তৃপক্ষ। 


এদিন সেন্ট্রাল পার্ক ডিপো থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলে মেট্রো। ২ অক্টোবর গান্ধী জন্মজয়ন্তীতে চালু হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। তবে চলতিবছরেই সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত দৌড়বে মেট্রো। এই পথে রয়েছে ৬টি স্টেশন- সেক্টর ফাইভ, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল, সল্টলেক স্টেডিয়াম। সল্টলেক স্টেডিয়ামের কাছে রেললাইনে ওয়াই লেন বানানো হয়েছে। ওয়াই লেন দিয়ে ট্রেন আবার ঘুরে যাবে সেক্টর ফাইভের দিকে।


আরও পড়ুন- ৩ ঘণ্টায় ২টি অস্ত্রোপচার, যোনিতে রড ঢুকিয়ে নির্মম অত্যাচার মন্দসৌরের শিশুকে