নিজস্ব প্রতিবেদন: রাজ্যে আজ থেকেই লাগু হয়েছে করোনা বিধিনিষেধ। সন্ধে সাতটার পর আর কোনও লোকাল ট্রেন ছাড়বে না বলা হলেও হাওড়া, শিয়ালদহ, বিধানগরে ভিড়ের চাপ লক্ষ্য করে শেষপর্যন্ত শেষ ট্রেন ছাড়ার সময়সীমা রাত ১০টা পর্যন্ত বাড়াল রেল।  তবে ওই সময়সীমা বৃদ্ধির আগেই এক বিবৃতি দিয়ে ট্রেন চলাচলের একটি সময়সূচি ঘোষণা করে পূর্ব রেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


## পূর্ব রেলের তরফে ওই বিবৃতিতে জানানো হয় পূর্বনির্ধারিত সময়সূচি মেনে সকাল ৫টা থেকে সন্ধে সাতটা পর্যন্ত লোকাল ট্রেন ছাড়বে। সন্ধে ৭টার পর কোনও লোকাল ট্রেন ছাড়বে না। তা শেষপর্যন্ত রাত ১০টা পর্যন্ত বাড়ানো হল। 


## এই নিয়ম বলবত থাকবে আগামী ১৫ জানুয়ারি ২০২২ পর্যন্ত।


## লোকাল ট্রেন ছাড়া অন্যান্য মেল, এক্সপ্রেস, দূরপাল্লার ট্রেন, পার্সেল ট্রেন ও মালগাড়ি পূর্ব নির্ধারিত সময়সূচি মতোই ছাড়বে।


##  কোভিড বিধি কড়া ভাবে মেনে চলতে হবে। 



শিয়ালদহ উত্তর-দক্ষিণ শাখায় ট্রেনের সময়সূচি



শিয়ালদহ-রানাঘাট
প্রথম ট্রেন সকাল ৫.০৫ মিনিট
শেষ ট্রেন সন্ধে ৫.৫৪ মিনিট


রানাঘাট-শিয়ালদহ
প্রথম ট্রেন সকাল ৬.০৫ মিনিট
শেষ ট্রেন সন্ধে ৫.২৮ মিনিট


শিয়ালদহ-কৃষ্ণনগর
প্রথম ট্রেন সকাল  ৫.২০ মিনিট
শেষ ট্রেন ৬.৪৩ মিনিট


কৃষ্ণনগর-শিয়ালদহ
প্রথম ট্রেন সকাল ৫.০০ মিনিট
শেষ ট্রেন সন্ধে ৬.৩২ মিনিট


শিয়ালদহ-গেদে
প্রথম ট্রেন সকাল ৭.৪০ মিনিট
শেষ ট্রেন সন্ধে ৬.২০ মিনিট


গেদে-শিয়ালদহ
প্রথম ট্রেন সকাল ৫.০২
শেষ ট্রেন সন্ধে ৩.৩৫


শিয়ালদহ-এসটিবি
প্রথম ট্রেন সকাল ৬.০০
শেষ ট্রেন সন্ধে ৬.৫০


শিয়ালদহ-কল্যাণী
প্রথম ট্রেন সকাল ৫.৩০
শেষ ট্রেন সন্ধে ৬.১২


কল্যাণী-শিয়ালদহ
প্রথম ট্রেন ৬.০২
শেষ ট্রেন ৫.৩২


রানাঘাট-বনগাঁ
প্রথম ট্রেন সকাল ৬.২২
শেষ ট্রেন সন্ধে ৬.৫০


শিয়ালদহ-বনগাঁ
প্রথম ট্রেন সকাল ৫.০০
শেষ ট্রেন ৬.৫৭


বনগাঁ-শিয়ালদহ
প্রথম ট্রেন সকাল ৫.১৫
শেষ ট্রেন সন্ধে ৬.৫৭


শিয়ালদহ-হাসনাবাদ
প্রথম ট্রেন সকাল ৫.২০
সেষ ট্রেন সন্ধে ৬.০০


হাসনাবাদ-শিয়ালদহ
প্রথম ট্রেন সকাল ৬.৪৬
শেষে ট্রেন সন্ধে ৬.৫৫


বারাসাত-হাসনাবাদ
প্রথম ট্রেন সকাল ৫.০০
শেষ ট্রেন সন্ধে ৬.১০


হাসনাবাদ-বারাসাত
প্রথম ট্রেন সকাল ৫.১০
শেষ ট্রেন সন্ধে ৬.৩৩


শিয়ালদহ-ডানকুনি
প্রথম ট্রেন সকাল ৫.০০
শেষট্রেন সন্ধে ৬.০৮


ডানকুনি-শিয়ালদহ
প্রথম ট্রেন সকাল ৫.৫২
শেষ ট্রেন ৭.০০


শিয়ালদহ-বজবজ
প্রথম ট্রেন সকাল ৫.৩০ট
শেষ ট্রেন সন্ধে ৬.২৫


বজবজ-শিয়ালদহ
প্রথম ট্রেন সকাল ৬.৩৩
শেষ ট্রেন সন্ধে ৬.৫৮


শিয়ালদহ-ডায়মন্ডহারবার
প্রথম ট্রেন সকাল ৫.২৫
শেষ ট্রেন ৬.৪৫


ডায়মন্ডহারবার-শিয়ালদহ
প্রথম ট্রেন সকাল ৫.৩০
শেষ ট্রেন সন্ধে ৬.৩২


শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর
প্রথম ট্রেন সকাল ৫.১৬
শেষ ট্রেন ৬.৫৫


লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ
প্রথম ট্রেন সকাল ৫.৪৪
শেষ ট্রেন সন্ধে ৬.৩৮


হাওড়া থেকে শেষ লোকালের সময়সূচি


হাওড়া-পাঁশকুড়া-বিকেল ৫টা
হাওড়া-মেদিনীপুর-বিকেল ৪.০৫টা
হাওড়া-খড়গপুর-বিকেল ৪.২৫


হাওড়া-কাটোয়া-সন্ধে ৬টা
হাওড়া-গোঘাট-সন্ধে ৬.৪০
হাওড়া-আরামবাগ-বিকেল ৫.১০
হাওড়া-বর্ধমান মেন-সন্ধে ৭টা
হাওড়া-বর্ধমান কর্ড-সন্ধে ৬.৫৭
হাওড়া-ব্যান্ডেল সন্ধে ৬.৪৫
হাওড়া-কাটোয়া-সন্ধে ৬টা


 Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)