Bangla Divas: মন্ত্রীদের অংশগ্রহণে `না`, ভোটের মুখে বাংলা দিবস পালনে রাশ টানল কমিশন!
কমিশনের নির্দেশ, সেদিন অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব থাকবেন শুধুমাত্র সরকারি আধিকারিকরাই। ব্যক্তিগতভাবে মন্ত্রীরা অনুষ্ঠানে হাজির থাকতে পারবেন, কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না। এমনকী, নিষেধাজ্ঞা জারি করা হল বিজ্ঞাপনেও।
সুতপা সেন: শিয়রে লোকসভা ভোট। রাজ্যকে শর্তসাপেক্ষে 'বাংলা দিবস' পালনের অনুমতি দিল নির্বাচন কমিশন। কবে? পয়লা বৈশাখ। কমিশনের নির্দেশ, সেদিন অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব থাকবেন শুধুমাত্র সরকারি আধিকারিকরাই। ব্যক্তিগতভাবে মন্ত্রীরা অনুষ্ঠানে হাজির থাকতে পারবেন, কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না। এমনকী, নিষেধাজ্ঞা জারি করা হল বিজ্ঞাপনেও।
আরও পড়ুন: Calcutta High Court: দুর্নীতির অভিযোগে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে কেন FIR নয়? ওসি-কে শোকজ হাইকোর্টের!
ঘটনাটি ঠিক কী? কেন্দ্রের নির্দেশিকা মেনে গত বছরের ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়েছিল রাজভবনে। ঠিক যেমন পালিত হয়েছিল গোয়া দিবস, সিকিম দিবস, এমনকী, তেলেঙ্গানা দিবসও। শুধু তাই নয়, তালিকায় ২০ জুন তারিখটিকেই 'পশ্চিমবঙ্গ দিবস' হিসেবে উল্লেখ করা হয়।
এদিকে এই পশ্চিমবঙ্গ দিবস পালন করাকে কেন্দ্র করে নবান্ন-রাজভবন সংঘাত চরমে পৌঁছয়। রাজ্যপালকে সিভি আনন্দ বোসকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। এরপর স্রেফ বিধানসভা প্রস্তাব আনাই নয়, মুখ্যমন্ত্রীর অনুরোধে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সেই কমিটিই প্রস্তাব দেয়, পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালন করা হোক। সেপ্টেম্বর সেই প্রস্তাব পাস হয় বিধানসভায়।
বিধানসভায় দাঁড়িয়ে মুখ্য়মন্ত্রী ঘোষণা করেন, 'রাজ্যপাল সই না করলে যায় আসে না। সবকিছু চাপিয়ে দেওয়া যায় না। আমরা পয়লা বৈশাখ দিনটিকেই পালন করব।' তিনি জানান, '১৯৪৭ সালের ২০ জুন পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠিত-ই হয়নি। কারণ অবিভক্ত বাংলা ছিল তখন। এখন ১ বৈশাখ বাংলা ক্যালেন্ডারে বছরের প্রথম দিন। সেদিন হালখাতা হয়। নতুন ব্যবসার শুভ প্রতিষ্ঠা করে মানুষ। যে কোনও শুভ কাজের উদ্বোধন করে মানুষ। শুভ কাজ করে। নবান্নের বৈঠকে ১ বৈশাখেই সায় মেলে। বেশিরভাগ প্রতিনিধি এই প্রস্তাবে সায় দেয়। তাই বাংলা দিবস হিসাবে পয়লা বৈশাখ ও বাংলার সঙ্গীত হিসাবে 'বাংলার মাটি বাংলার জল' গানটিকে পালন করার জন্য প্রস্তাবকে সমর্থন করছি। তবে এটা রাজ্যপালের কাছে যাবেই না। কারণ এটা রেজোলিউশন। এটা কোনও বিল নয়। ওরা কোনও আইন জানেই না'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)