পুলকার দুর্ঘটনায় পড়ুয়ার ফুসফুসে পাঁক জল, ECMO পদ্ধতিতে বের করল SSKM
জখমদের মধ্যে দুজনের চিকিত্সা চলছে কলকাতার SSKM-এ। আর তাদের সুস্থ করতে গিয়েই ফের নজির গড়ল এসএসকেএম।
নিজস্ব প্রতিবেদন: গতকাল পোলবায় লাগামছাড়া গতির শিকার হয়েছে ১৫ জন ছাত্র। জখমদের মধ্যে দুজনের চিকিত্সা চলছে কলকাতার SSKM-এ। আর তাদের সুস্থ করতে গিয়েই ফের নজির গড়ল এসএসকেএম। হাসপাতাল সূত্রের খবর, প্রচুর পাঁক ঢোকায় দু’জনেরই ফুসফুস প্রায় কাজ করছে না। তাদের চিকিত্সার জন্য চেস্ট মেডিসিন, কার্ডিয়ো-থোরাসিক, পেডিয়াট্রিক সার্জারি, নিউরো সার্জারি, সিসিইউ-সহ সাত বিভাগের চিকিত্সককে নিয়ে ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
আরও পড়ুন: চুঁচুড়া সুপারস্পেশালিটি হলে এসএসকেএমে রেফার কেন? পুলকার দুর্ঘটনায় লকেট
বোর্ডের বক্তব্য, ২ জনের মধ্যে ঋষভের আশঙ্কা বেশি সঙ্কটজনক। তার সুশ্রুষায় রাতেই চালু করা হয়েছে একমো অথবা ‘এক্সট্রাকর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন’পদ্ধতি। এই পদ্ধতিতে বাইরে থেকে পাম্পের সাহায্যে, কৃত্রিম ফুসফুসের মাধ্যমে রক্তে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের মাত্রায় ব্যালেন্স বজায় রাখা হয়। উল্লেখ্য রাজ্যের কোনও সরকারি হাসপাতালে এই প্রথম এই ধরনের চিকিত্সা পদ্ধতি প্রয়োগ করা হল।