শুভাপ্রসন্নর সংস্থা দেবকৃপা ব্যাপার প্রাইভেট লিমিটেড নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য পেল ইডি। জানা গেছে, ওই সংস্থার ১৪ জন শেয়ারহোল্ডারের মধ্যে ছজনই ভুয়ো। ওই সংস্থাকে নিয়ে তদন্তের জেরে আজ শিল্পপতি হর্ষ নেওটিয়াকে ইডি দফতরে তলব করা হয়। শুভাপ্রসন্নের নিউটাউনের আর্ট গ্যালারি তৈরিতে কত টাকা খরচ হয়েছে? সেই টাকার উত্স কী?  জানতে চান ইডির গোয়েন্দারা। পনেরোই অক্টোবরের মধ্যে এই সংক্রান্ত নথি এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিতে শুভাপ্রসন্নকে নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সারদাকর্তা সুদীপ্ত সেনকে 'এখন সময়' চ্যানেল বিক্রি করেছিলেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন। তাঁর সংস্থা  "দেবকৃপা ব্যাপার প্রাইভেট লিমিটেডের' সঙ্গে আর্থিক লেনদেন হয়েছিল সারদার। সংস্থার অন্যতম কর্তা  তাঁর স্ত্রীকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছেন ইডির অফিসাররা। দেবকৃপা ব্যাপার  লিমিটেড প্রসঙ্গে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ইডির তদন্তে।


দেবকৃপা ব্যাপার প্রাইভেট লিমিটেডের মোট শেয়ারহোল্ডার ১৪ জন। এদের মধ্যে ৬ জনই ভুয়ো। আরও চারজন ছিলেন নাম কা ওয়াস্তে। শুভাপ্রসন্ন নিজে এবং তাঁর স্ত্রীসহ ঘনিষ্ঠ তিনজনই সংস্থার কাজ চালাতেন। বাজারদরের তুলনায় বেশি দামে তাঁরা সুদীপ্ত সেনকে  চ্যানেল বিক্রি করেছিলেন। চ্যানেল হস্তান্তরের আর্থিক লেনদেন নিয়েও বিস্তর গরমিল ধরা পড়েছে তদন্তে। সাড়ে ছকোটি টাকায় চ্যানেল বিক্রি হয়েছিল বলে জানিয়েছেন শুভাপ্রসন্ন। কিন্তু সংস্থার অন্য শেয়ারহোল্ডারদের জেরা এবং তথ্য যাচাই করে ইডি অফিসাররা আরও বড় নয়ছয়ের হদিস পেয়েছেন।


তথ্যে গরমিল
--------
চ্যানেল হস্তান্তরে সারদার সঙ্গে মোট ১৬ কোটি টাকার লেনদেন হয়


সাড়ে ৬ কোটি  টাকা শুভাপ্রসন্ন একাই  নিয়েছেন বলে অভিযোগ


১২ জন শেয়ারহোল্ডার সুদীপ্ত সেনের কাছ থেকে পেয়েছেন সাড়ে ৩ কোটি টাকা


ওবি ভ্যানের ভাড়া ইত্যাদি বাবদ আরও ৬ কোটি টাকা সুদীপ্ত সেন দেন ইন্ডিয়া সাইন সংস্থাকে


সোমবার ইডির জেরার শেষে শুভাপ্রসন্ন অবশ্য অন্য কথা বলেন। শুভাপ্রসন্নর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ তথ্য চেয়েছে ইডি।  তাঁর সংস্থা আর্ট একরের নথিও চাওয়া হয়েছে। দেবকৃপা নিয়ে তদন্তের জেরে এদিন শিল্পপতি হর্ষ নেওটিয়াকেও ইডি দপ্তরে তলব করা হয়। চ্যানেল বিক্রির ক্ষেত্রে মধ্যস্থতার অভিযোগে এদিন বাবুলাল বাঙ্কাকে জেরা করেন ইডি আধিকারিকরা। এখন সময় চ্যানেলের এক মহিলা আধিকারিককেও এদিন ইডি কর্তারা জিজ্ঞাসাবাদ করেন।