নিজস্ব প্রতিবেদন: জমি কেনাবেচা, নির্মাণশিল্পের আড়ালে কালো টাকা সাদা করার চক্র! প্রতারণার হাত থেকে রেহাই পাননি খোদ হাইকোর্টের বিচারপতিও। ইডি-র নজরে ব্যবসায়ী অভিজিৎ সেন। হাজিরার নোটিশ দেওয়া হল অভিযুক্তকে। দিনভর তল্লাশি চলল কলকাতার একাধিক জায়গায়। উদ্ধার ল্যাপটপ, হার্ডডিক্স-সহ বহু গুরুত্বপূর্ণ নথি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বর্ষণমুখর শহরে ইডি-র তৎপরতা। কোথায় ব্যবসায়ী অভিজিৎ সেন? দেশপ্রিয় পার্ক, সাউথ সিটি, যোধপুর পার্ক সহ একাধিক জায়গায় চলল অভিযান। দেশপ্রিয় পার্কে অভিযুক্তের ফ্ল্যাট ও অফিসেও তল্লাশি করলেন তদন্তকারীরা। পাওয়া গেল ল্যাপটপ, হার্ডডিক্স-সহ বহু গুরুত্বপূর্ণ নথি।


কে এই অভিজিৎ সেন?
----
দেশপ্রিয় পার্কের অভিজাত কনস্ট্রাকশনের মালিক 
নির্মাণশিল্প এবং ইন্টিরিয়র ডিজাইনিংয়ে কাজ করে এই সংস্থা 
২০১২ সাল থেকে অভিজিতের সংস্থা কাজ করছে
আসলে বিতর্কিত সম্পত্তি কেনাবেচায় যুক্ত অভিজিত্‍
রাজ্যের একাধিক আমলার কালো টাকা অভিজিতের মাধ্যমে সাদা করা হত, অভিযোগ ইডির



ইডি সূত্রে খবর, অভিজিৎ সেনের বিরুদ্ধে ইতিমধ্যেই কলকাতা পুলিসের দ্বারস্থ হয়েছেন খোদ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার। কেন? বিচারপতি মান্থার পুলিসকে জানিয়েছেন, ২০১৬ সালে তাঁর সঙ্গে যোগাযোগ করেন অভিজিৎ। যোধপুরে পার্কে নির্মীয়মাণ একটি আবাসনে ফ্ল্যাট কেনার প্রস্তাব দেন তিনি। কিন্তু ১ কোটি ৮৯ লক্ষ টাকা দেওয়ার পরেও ফ্ল্যাটটি পাননি। মামলাটির তদন্ত চলছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)