কমলাক্ষ ভট্টাচার্য: ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটিতে অভিষেক। কিন্তু যেদিন কমিটির প্রথম বৈঠক, সেদিনই তলব ইডি-র! তাহলে? ১৩ সেপ্টেম্বর কলকাতায় ইডি-র দফতরে হাজিরা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।  ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন না তিনি। সূত্রের খবর তেমনই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Debangshu Bhattacharya: : 'প্রথম মিটিংয়ের দিনেই আবার ছেলেটার উপর ঝাঁপিয়ে পড়তে হবে.....'


এদিন অভিষেক নিজেই ট্যুইট করে জানান, '১৩ সেপ্টেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির বৈঠক, যেখানে আমি সদস্য। কিন্তু ওইদিনই হাজিরার জন্য আমাকে নোটিশ দিয়েছে ইডি। ৫৬ ইঞ্জির ছাতি মডেল কতটা ভীতু, সেটাই প্রমাণ করে'। 



ইডি সমন পাঠিয়েছিল আগেও। তবে শেষবার যখন ডেকে পাঠানো হয়, তখন অবশ্য সিজি কমপ্লেক্সে হাজিরা দেননি অভিষেক। কেন? পূর্ব নির্ধারিত রাজনৈতিক কর্মসূচির কারণেই হাজিরা থেকে অব্যাহতি চেয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি দিয়েছিলেন তিনি।



আরও পড়ুন: Mithun Chakraborty: 'সমাজকে যদি তছনছ করতে হয়, প্রথমেই শিক্ষাকে আঘাত করতে হয়'!


কী প্রতিক্রিয়া তৃণমূলের? দলের সাংসদ শান্তনু সেন বলেন, '২০২৪ সালে মানুষের আর্শীবাদে ইন্ডিয়া জোটের কাছে বিজেপির পরাজয় অবশ্যম্ভাবী। কিন্তু কেন্দ্রীয় এজেন্সি বিজেপির হাতে ব্যবহৃত হতে হতে, নিজেদের মান-সম্মান হারাচ্ছে। আগামিদিনে হৃত গৌরব ফিরে পাবে কিনা, সন্দেহ আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাপের ব্যাটা, ভয় পান না। ভারতের অন্য়ন্য নেতা-নেত্রীরা যা বলার ক্ষমতা রাখেন না, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যা বলতে পারেন যে, তাঁর বিরুদ্ধে যদি কিছু প্রমাণ করতে পারেন, তিনি নিজে ফাঁসি মঞ্চে ঝুলে যাবেন'।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)