নিজস্ব প্রতিবেদন : রাজ্যে অফিসার অন স্পেশাল ডিউটি হিসাবে কতজন আইএএস ও কতজন আইপিএস অফিসার কর্তব্যরত রয়েছেন নবান্নের কাছে তার তালিকা চাইল নির্বাচন কমিশন। বিজেপি প্রতিনিধি দলের অভিযোগের ভিত্তিতে কমিশন এই তালিকা চাইল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


কয়েকদিন আগে বিজেপি প্রতিনিধি দল কমিশনে নালিশ জানায় যে রাজ্যের প্রাক্তন ডিজি সুরজিৎ করপুরকায়স্থ সহ বেশ কয়েকজন প্রাক্তন অফিসারকে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা নির্বাচনে প্রভাব ফেলতে পারেন। অথচ এই সব অফিসাররা অবসরপ্রাপ্ত হওয়ায়, এরা কমিশনের আওতায় থাকবেন না। বিজেপি-র এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতেই তালিকা চাইল কমিশন।


আরও পড়ুন, উত্তরে খুশি নয় কমিশন, দ্বিতীয়বার শোকজ করা হতে পারে বাবুলকে


পাশাপাশি, কুশমান্ডিতে বাঁশ দিয়ে পিটিয়ে তৃনমূল কর্মীকে খুনের ঘটনাতেও কমিশন রিপোর্ট চেয়েছে বলে সূত্রের খবর। কুশমন্ডির মালিগাঁওয়ের পাঁচহাটা গ্রামে খুন হয়েছেন হরিহর দাস নামে এক তৃণমূল কর্মী। অভিযোগ, দোলের রাতে কেউ তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হয় হরিহর দাসকে। আজ সকালে বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরে একটি পুকুরের ধারে দেহটি উদ্ধার করে কুশমন্ডি থানার পুলিস।