ওয়েব ডেস্ক: ভোটের নজরদারিতে শহরে পা দিলেন কর্নাটকের সিইও অনিল কুমার ঝা। শহরে পা দিয়েই  তার ৫ সদস্যের টিম নিয়ে তিনি রওনা দেন আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসকের অফিসে। জেলাশাসক, রির্টানিং অফিসার ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন পর্যবক্ষেকরা। বৈঠক শেষে জেলার আরও বেশ কয়েকটি জায়গায় যেতে পারে এই বিশেষ টিম। অনিল কুমার ঝায়ের দায়িত্বে রয়েছে কলকাতা সহ দুই ২৪ পরগনা।


নির্বাচন কমিশনের কড়া নজরদারিতেই সম্পন্ন হতে চলেছে রাজ্যের ভোটপর্ব। এখনও পর্যন্ত কমিশনের তত্‍পরতায় সেটাই স্পষ্ট। ক্রমেই বাড়ছে নজরদারদের নজরদারি। বাড়ছে সুষ্ঠ ভোটে কমিশনের ফরমানের সংখ্যাও।