ওয়েব ডেস্ক: রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে গেল আজ থেকেই। টাটকা ভোটের আমেজে গা ভাসানোর আগে আজ আর একবার ডুব দিন না, গত বিধানসভা নির্বাচনের ফলের স্মৃতিতে। তাহলে বুঝতে সুবিধা হবে, কী হতে চলেছে এবারের নির্বাচনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক নজরে দেখে নিন গত নির্বাচনে কোন রাজনৈতিক দল, কটি আসন পেয়েছিল। মোট আসন - ২৯৪ টি


 দল ২০১১-তে প্রাপ্ত আসন  ২০০৬-এর থেকে সিট বেড়েছে বা কত কমেছে
তৃণমূল কংগ্রেস ১৮৪ ১৫৪ টি আসন বেড়েছে
কংগ্রেস ৪২ ২১ টি আসন বেড়েছে
সিপিআইএম ৪০ ১৩৬ টি  আসন কমেছে
ফরোয়ার্ড ব্লক ১১ ১২ টি আসন কমেছে
আর এস পি ১৩ টি আসন কমেছে
গোর্খা জনমুক্তি মোর্চা ৩ টি আসন বেড়েছে
সি পি আই ৬ টি আসন কমেছে
সমাজবাদী পার্টি ১ টি আসন বেড়েছে
এস ইউ সি আই ১ টি আসন কমেছে
ডি এস পি ১ টি আসন বেড়েছে
নির্দল ৪ টি আসন কমেছে
বি জে পি  -