অয়ন ঘোষাল: উত্তর কলকাতার বাজারে অভিযান শেষ। কাল থেকে ধাপে ধাপে মধ্য ও দক্ষিণ কলকাতার বাজারে অভিযান শুরু করবে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের টাস্কফোর্স। উত্তর কলকাতা ও কোলে মার্কেট নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়া হবে আজই। ৭ দিন পর চুড়ান্ত রিপোর্ট যাবে মুখ্যমন্ত্রীর কাছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- সায়নী ঘোষের পাঠানো নথিতে সন্তুষ্ট নয় ইডি, কী বলছে কেন্দ্রীয় তদন্তসংস্থা?


হাতিবাগান, শ্যামবাজার ও আশু বাবু বাজারে আজ অভিযান চালায় ইবি-র টাস্ক ফোর্স। ৪ দিনের অভিযানে উত্তর কলকাতার ১৪টি এবং কলকাতায় সবজির বৃহত্তম পাইকারি সবজি বাজার ঘুরে মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধান রিপোর্ট আজই জমা পড়বে মুখ্যসচিবের টেবিলে। এরপর বাকি থাকবে মধ্য ও দক্ষিণ কলকাতার বাজারগুলি। সেগুলিও আগামি ৪-৫ দিনের মধ্যে পরিদর্শন সেরে ৭ দিনের মাথায় রিপোর্ট পেশ করতে হবে মুখ্যমন্ত্রীর কাছে। 


টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে বলেন,  কাল থেকে মধ্য ও দক্ষিণ কলকাতার বাজারে অভিযান শুরু হবে। বিশেষত দক্ষিণের ৩ বাজার, গড়িয়াহাট, লেকমার্কেট এবং ভবানীপুর যদুবাবু বাজার চড়া দামের ক্ষেত্রে এগিয়ে। 


উল্লেখ্য, কাঁচালঙ্কা ছাড়া অন্যান্য সবজির দামে এই লাগাতার অভিযানে কিছুটা রাশ টানা গেছে বলে টাস্কফোর্সের দাবি। কাঁচালঙ্কা নিয়ে বাজারে এখনও ফাটকাবাজি চলছে। অস্বীকার করেনি টাস্কফোর্সও। মুখে স্বীকার না করলেও, পঞ্চায়েত নির্বাচনের আগে নিরাপত্তার স্বার্থে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত বিহার ও ঝাড়খণ্ড সীমান্ত সিল করা হয়েছে। আজ দুপুরের পর থেকেই অত্যাবশ্যক ছাড়া বাকি পণ্য পরিবাহী ট্রাক এ রাজ্যে ঢোকা নিষিদ্ধ। রবিবারের আগে তা ঢোকা সম্ভব নয়। টাস্কফোর্সের অভিজ্ঞ অফিসাররা তাই অসমর্থিত ভাবে জানাচ্ছেন, ভিন রাজ্যের লঙ্কার ট্রাক এ রাজ্যে ঢুকতে শুরু না করলে, দাম কমার সম্ভাবনা ক্ষীণ।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)