নিজস্ব প্রতিবেদন : রোজভ্যালি কাণ্ডে ED-র প্রাক্তন সরকারী ডিরেক্টর মনোজ কুমারকে তলব করল বিধাননগর কমিশনারেট। মনোজ কুমারের হাতের লেখার নমুনা সংগ্রহ করবেন তদন্তকারী অফিসাররা। আদালতের নির্দেশেই এই হাতের লেখার নমুনা সংগ্রহ করা হবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিস সূত্রে জানা গিয়েছে, শুধু মনোজ কুমার নয়, আরও কয়েকজন ED অফিসারকেও তলব করেছে বিধাননগর কমিশনারেট। তাঁদেরও হাতের লেখার নমুনা নেওয়া হবে। উল্লেখ্য, নথি জালের অভিযোগে মনোজ কুমারের হাতের লেখা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। প্রসঙ্গত, রোজভ্যালি কাণ্ডের IO বা তদন্তকারী অফিসার ছিলেন মনোজ কুমার। 


অভিযোগ, মনোজ কুমারের নামে বিধাননগর কমিশনারেটে অভিযোগ দায়ের করে ED। সুদীপ্ত রায়চৌধুরীর সই নকল করে নথি জাল করে প্রতারণা করার অভিযোগে বিধাননগর কমিশনারেটে অভিযোগ দায়ের করেছে ED। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত করছে বিধাননগর পুলিস। জাল নথিতে আসলে কার সই আছে? তা জানতেই এদিন মনোজ কুমারকে তলব করা হয়েছে বলে বিধাননগর পুলিস সূত্রে খবর।


আরও পড়ুন, ভয়ঙ্কর! জোড়াবাগানে ৯ বছরের নাবালিকাকে যৌন নিগ্রহ করে খুনের অভিযোগ