ওয়েব ডেস্ক : ফের সিপিএমকে তোপ সোমনাথ চট্টোপাধ্যায়ের। ২৪ ঘণ্টাকে দেওয়া এক বিশেষ সাক্ষাত্কারে তিনি দলের ভরাডুবির জন্য রাজ্য নেতৃত্বের দিশাহীনতাকেই দায়ী করেছেন। পাশাপাশি এই বর্ষীয়ান নেতার দাবি, দক্ষিণী লবি সিপিমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে ঠিক মতো কাজ করতে দিচ্ছে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বরাবরই দলকে ভালোবেসে কাজ করে গেছেন তিনি। কিন্তু, দলের অন্দরেই বিক্ষুব্ধ হয়ে ওঠায় ২০০৮ সালে তাঁকে সিপিএমের কেন্দ্রীয় কমিটি বহিষ্কার করে। ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত সোমনাথ চট্টোপাধ্যায় লোকসভার স্পিকার ছিলেন।


আরও পড়ুন- বিধানসভায় পিএসি-র চেয়ারম্যান শঙ্কর সিং; শুরু নতুন বিতর্ক


দেখে নেওয়া যাক সাক্ষাত্কারে ঠিক কী বললেন সোমনাথ চট্টোপাধ্যায়-