মৌমিতা চক্রবর্তী: 'বিজেমূল' স্লোগান দেওয়া ভুল হয়েছিল বলে স্বীকার করে নিয়েছেন সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra)। আরও এক কাঠি এগিয়ে ওই শব্দবন্ধের প্রচার নিয়ে সিপিএমের রাজ্য নেতৃত্বকে কাঠগড়ায় তুললেন সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)। 'বিজেমূল' উল্লেখ না করে সিপিএমের সাধারণ সম্পাদক বলেন, 'প্রচার থেকে পরিকল্পনা- কোনওটাই ঠিক হয়নি। এমনকি স্লোগানটাও বিভ্রান্তি তৈরি করেছে।'         


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একুশের নির্বাচনে শুরু থেকে লড়াইয়ে ছিল তৃণমূল বনাম বিজেপি। যদিও কংগ্রেস ও আইএসএফ-কে সঙ্গে নিয়ে ভোটের মুখে চমক দিয়েছিল বামেরা। তবে ফলাফল বলে দিয়েছে, অতীতের সংগঠন আর নেই আলিমুদ্দিনের। স্বাধীনতার পর এই প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভায় কোনও বাম প্রতিনিধি নেই। আলিমুদ্দিনের নেতারা কখনও বলেছেন, তৃণমূল ও বিজেপির প্রতিযোগিতামূলক মেরুকরণ দায়ী, কখনও আবার কাঠগড়ায় তুলেছেন সংবাদমাধ্য়মকে। রাখঢাক না রেখে রাজ্য নেতৃত্বের ব্যর্থতার দিকেই আঙুল তুলে তোপ দাগলেন ইয়েচুরি (Sitaram Yechury)। তাঁর কথায়,'কেন বুঝতে পারছেন না এত শোচনীয় অবস্থা দলের সংগঠনের! প্রচার থেকে প্ল্যানিং কোনওটাই ঠিক হয়নি। এমনকি স্লোগানটাও বিভ্রান্তি তৈরি করল। কেন এমনটা হল?' অনেকেই বলছেন, তৃণমূল ও বিজেপিকে একবন্ধনীতে ফেলে 'বিজেমূল' স্লোগান যে জনমানসে আলোড়ন ফেলেনি, পক্ষান্তরে তা মেনে নিলেন সিপিএমের সাধারণ সম্পাদক।


বিপুল আসনে জিতে বাংলায় তৃতীয়বার প্রত্যাবর্তনের পরও থেমে নেই তৃণমূল। বরং তাদের প্রচার, কর্মসূচির অভিমুখ এখন 'মিশন ২০২৪'। ত্রিপুরা, অসমেও সংগঠন বাড়ানোয় জোর দিচ্ছে মমতার দল। ত্রিপুরায় তো ধুন্ধুমার-কাণ্ড।বিপ্লব দেব সরকারের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে বলে হুঁশিয়ারি দিয়ে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে, দিল্লিতে গিয়ে বিরোধীদের সঙ্গে বৈঠক করছেন মমতা। তৃণমূল নেত্রী যখন হিল্লি-দিল্লি করে বেড়াচ্ছেন, তখন কোথায় সিপিএম নেতারা? বাম সমর্থকদের এই প্রশ্নই ইয়েচুরির (Sitaram Yechury) মুখে। তিনি বলেন,'নির্বাচনে এতো বিপুল ভোটে জিতে আসার পরও তৃণমূলের গ্রাউন্ড ওয়ার্ক দেখুন। আপনারা কী করছেন? কোনও ইস্যুই আপনারা ধরতে পারছেন না কেন?' শুধু এখানেই থামেননি ইয়েচুরি। রীতিমতো ক্ষুব্ধ সিপিএমের সাধারণ সম্পাদক বলেন,'যাঁরা দায়িত্ব সামলাতে পারছেন না, মানুষের সাথে মেশেন না, তাঁরা দায়িত্ব ছেড়ে দিন।'


আরও পড়ুন- 'বিজেমূল' ভুল, BJP-TMC এক নয়, পার্টির ক্লাসে কমরেডদের শেখাবে CPM


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)