নিজস্ব প্রতিবেদন: দলের অভ্যন্তরীণ সমীক্ষা বলছে, বাংলার ক্ষমতায় আসতে চলেছে তৃণমূলই। Zee ২৪ ঘণ্টা Kolkata Conclave 2021-এ এমন দাবিই করলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। এমনকি বিজেপি ও বাম, কংগ্রেস ও আইএসএফের সম্ভাব্য জোটের মধ্যে ভোট ভাগের ফায়দা শাসক দল পাবে বলেই মনে করেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আসন্ন বিধানসভার ভোটে ২০০টির বেশি আসন পেতে চলেছে বিজেপি (BJP)। Zee ২৪ ঘণ্টা Kolkata Conclave 2021-এ তার জবাব দিলেন সৌগত রায় (Sougata Roy)। ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর প্রশ্নে সৌগত (Sougata Roy) বলেন,'স্বপ্ন দেখার অভ্যাস থাকে রাজনীতিবিদদের। অমিত শাহও দেখছেন। তবে বাংলার ক্ষমতায় আসছে তৃণমূল (TMC)। বিজেপি ১০০ আসনও পাবে না। অমিত শাহ ভীতিপ্রদর্শন ও টাকার থলি নিয়ে রাজনীতি করেন। বিজেপির মতাদর্শ মানুষ গ্রহণ করবেন না। জনসঙ্ঘ নিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও পারেননি। অমিত শাহ বারবার এলেও সুবিধা করতে পারবেন না। আমাদের দলে একাধিক সমীক্ষা করা হয়েছে। আলাদা করে সমীক্ষা করেছেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোর বলেছেন, বিজেপি তিন অঙ্কে পৌঁছতে পারবে না। তৃণমূলের সমীক্ষা বলছে, আমরাই জিতছি।'


বাংলায় বিজেপির মুখ কে? প্রশ্ন তুলেছেন সৌগত রায় (Sougata Roy)। তাঁর কথায়,'লোকসভা ভোটে নানা ইস্যু ছিল। ভারতের প্রধানমন্ত্রী কে হবেন, তা দেখে ভোট হয়েছিল। রাজ্যে আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। ওঁর বিকল্প কে? অমিত শাহ এসে দাঁড়াবেন না কৈলাস বিজয়বর্গীয়, না নরেন্দ্র মোদী? প্রকাশ্যে আনার মতো যোগ্য মুখ নেই বিজেপির।' বলে রাখি, এ দিনই Zee ২৪ ঘণ্টায় অমিত শাহ আরও একবার বলেছেন,'বাংলার ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবেন।'


স্বাস্থ্যসাথী, দুয়ারে সরকারের মতো প্রকল্পের কথাও উল্লেখ করেছেন সৌগত রায় (Sougata Roy)। তাঁর কথায়,'দুয়ারে সরকারের ক্যাম্পে প্রচুর মানুষ যাচ্ছেন।' কিন্তু বিরোধীরা তো বলছে, ভোটের আগে দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথী কেন? সৌগত রায় (Sougata Roy) বলেন, 'ভোটের আগে করেছি, যাতে মানুষের মনে তাজা থাকে।' ভোটমুখী প্রকল্প বলে স্বীকার করছেন? প্রশ্ন মৌপিয়া নন্দীর। তৃণমূল সাংসদের বক্তব্য,'গণতন্ত্র তো ভোটমুখীই। কন্যাশ্রী, সবুজসাথী প্রকল্প তো আগে থেকে চলছে। রাস্তাঘাট হয়েছে। গ্রামে গ্রামে পৌঁছে গিয়েছে বিদ্যুৎ। ভোটের আগে আর একবার মানুষের মন স্পর্শ করতে চাইছি।'        


এ দিন জোট নিয়ে Zee ২৪ ঘণ্টা Kolkata Conclave 2021-এ অমিত শাহকে (Amit Shah) এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, আসন্ন বিধানসভা ভোটে কি ত্রিমুখী লড়াই হবে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দেন,'আমাদের ভোট অক্ষুণ্ণ থাকবে। অ্যান্টি-বিজেপি ভোট ভাগ হয় হোক।' সেই প্রসঙ্গ তুলে মৌপিয়া নন্দী জানতে চান, বাম-কংগ্রেস-আইএসএফ জোট হলে কি লোকসান হবে তৃণমূলের? শাহের দাবি খণ্ডন করে সৌগতর যুক্তি,'রাজ্যের ক্ষমতায় তৃণমূল। সাধারণত প্রতিষ্ঠান বিরোধিতার ভোট পড়ে শাসক দলের বিরুদ্ধে। পক্ষে নয়তো বিপক্ষে। তৃণমূলের বিরুদ্ধে রয়েছে বিজেপি, বাম, আব্বাস সিদ্দিকিরা। সবসময় দেখেছি, আমাদের বিরুদ্ধে ভোট ভাগ হলে সুবিধা হয়েছে। নিঃসন্দেহে সিপিএম-কংগ্রেস জোট একটু বেশি ভোট পেলে আমাদের সুবিধা।'


আরও পড়ুন- Exclusive: সংগঠন ও মোদী সরকারের কাজের ভরসায় ২০০-র টার্গেট Shah-র