নারদকাণ্ডে `ফেসবুকের নারদ`রা কী বলছেন?
লোকসভা-রাজ্যসভা ছাড়িয়ে ভোটের মুখে সোশ্যাল সাইটেও এখন নারদ-নারদ! স্টিং অপারেশনের ভিডিওর সত্যাসত্য বিচার না হলেও তা নিয়েই ফেসবুক-হোয়াটস অ্যাপে চলছে দেদার রসিকতা, ঠোকাঠুকি।
ব্যুরো:লোকসভা-রাজ্যসভা ছাড়িয়ে ভোটের মুখে সোশ্যাল সাইটেও এখন নারদ-নারদ! স্টিং অপারেশনের ভিডিওর সত্যাসত্য বিচার না হলেও তা নিয়েই ফেসবুক-হোয়াটস অ্যাপে চলছে দেদার রসিকতা, ঠোকাঠুকি।
নারদ-নারদ
ভোটের আগে এই ভরা বসন্তে বঙ্গবাসী মশগুল নারদ-সুরে। ফাগে আবিরে নয়, ফেসবুকের দেওয়াল এখন রঙিন হচ্ছে নারদ স্টিংয়ের নানা কাণ্ড কারখানায়। নারদের ভিডিওর সত্যাসত্য এখনও প্রমাণিত হয়নি। তাতে অবশ্য থামানো যাচ্ছে না রসিক বাঙালিকে। কোন নেতার ভিডিও বেশি পচ্ছন্দ তা নিয়ে কেউ কেউ শুরু করে দিয়েছেন ভোটাভুটিও।
নায়ক মদন
রূপলি পর্দায় উত্তম কুমার আর ফেসবুকে মদন মিত্র। রসিকদের পছন্দে ভাইরাল প্রাক্তন পরিবহণ মন্ত্রীই।
নারদ স্টিং নিয়ে ফেসবুক জুড়ে জোরদার রসিকতা চালাচ্ছেন বিরোধীরাও। মিলছে পাল্টা সরস জবাবও। পাড়ার রকে নয় ফেসবুকের দেওয়ালেই চলছে জেনওয়াই বাঙালির রাজনৈতিক ঠোকাঠুকি। দেখে শুনে কেউ কেউ আবার নারদের সুরেই বলছেন নারায়ণ-নারায়ণ।