ওয়েব ডেস্ক : জাস্টিস ফর আবেশ। আবেশের মৃত্যুর সঠিক বিচার চাই। সরগরম সোশ্যাল মিডিয়া। সরব নাগরিক সমাজ। আবেশের  মায়ের পাশে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সুবিচারের দাবি জানাচ্ছে আবেশের বন্ধুরাও।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বন্ধুর বার্থ ডে পার্টিতে গিয়েছিল সুস্থ ছেলেটা। সন্ধেয় সব শেষ। বাড়ি ফেরেনি আবেশ। কীভাবে মারা গেল ছেলেটা? খুন না দুর্ঘটনা। ৩দিনে জট কাটাতে পারেনি পুলিস। বন্ধুদের দাবি, দুর্ঘটনা। পরিবার বলছে, পরিকল্পিত খুন। পুলিসি তদন্তে জোরালো হচ্ছে দুর্ঘটনার তত্ত্ব। ঠিক কী হয়েছিল সেদিন? জানতে চাইছে আম জনতাও।


জাস্টিস ফর আবেশ


সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তৈরি হয়েছে ফেসবুক পেজ। জাস্টিস ফর আবেশ স্লোগান তুলে অসংখ্য কমেন্ট পোস্ট করা হয়েছে। আবেশের মৃত্যুর সঠিক বিচার চেয়ে ওই পেজে মতামত জানিয়েছেন বহু মানুষ।


সুবিচার চেয়ে এগিয়ে এসেছেন নাগরিক সমাজের একাংশও। মঙ্গলবার আবেশের বাড়ি গিয়ে পরিবারকে সমবেদনা জানান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। মা রিমঝিম দাশগুপ্ত ও বাকি আত্মীয়পরিজনদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। সানি পার্কের ঘটনার যথাযথ তদন্ত দাবি করেছেন  ঋতুপর্ণা।  


অন্যদিকে মঙ্গলবারই আবেশের পারলৌকিক কাজকর্ম সারল পরিবার।