তাস খেলা নিয়ে গন্ডগোলে রণক্ষেত্র যাদবপুর
তাস খেলা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল। এর জেরে রণক্ষেত্রের চেহারা নিল যাদবপুরের কলাবাগান বস্তি।
ওয়েব ডেস্ক : তাস খেলা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল। এর জেরে রণক্ষেত্রের চেহারা নিল যাদবপুরের কলাবাগান বস্তি।
ধুন্ধুমার বেঁধে যায়। চলে ইট ও বোতল ছোঁড়াছুঁড়ি। ইটের ঘায়ে মাথা ফেটেছে তিন জনের। আহতেরা হলেন বাপ্পা, সাবির আলি ও সজল। হামলায় অভিযুক্ত গোরা ও তার দলবল। ঘটনার পর থেকে অভিযুক্তরা প্রত্যেকেই পলাতক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে যাদবপুর থানার বিশাল পুলিস বাহিনী। এলাকায় চলছে টহলদারি।
আরও পড়ুন, খুনের পাল্টা খুনে অশান্ত সাগর