এক নজরে দেখে নেওয়া যাক আগামিকাল ভোটের ফলাফল নির্ভর করছে কোন কোন বিষয়ের ওপর--


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১)  লোকসভা নির্বাচনে ১৭ শতাংশ ভোট পায় বিজেপি? সেই ভোট কি অটুট থাকল? ভোট কমলে কোনদিকে গেল?


২) সংখ্যালঘু ভোটব্যাঙ্ক কি অটুট রইল? যদি তা ভাগ হয় তাহলে কোনপক্ষে কত ভোট গেল?


৩) বাম-কংগ্রেস জোট হয়েছে। বাম জোট প্রার্থীকে ভোট দিলেন কংগ্রেস সমর্থকরা। আবার কংগ্রেস জোটপ্রার্থী কি পেলেন বামেদের ভোট?


৪) প্রথমবারের ভোটার ও ২৩ বছরের কম বয়সী যুবসমাজ। তাদের ভোট কোনপক্ষে কত পড়ল?


৫) গত নির্বাচনগুলিতে ভোট লুঠের অভিযোগ তোলে বিরোধীরা? এবার ভোটাররা নিজের ভোট নিজে দিতে পেরেছেন বলে ধরা হচ্ছে। তার প্রভাব কি ফলাফল পড়বে? পড়লে কে লাভবান হবে?


৬) নির্ঘণ্ট ঘোষণা থেকে ৭ দফায় কড়াহাতে ভোট পরিচালনা। কমিশনের ভূমিকা নিয়ে শাসক ও বিরোধীর নানা মত। ফলাফলে তার প্রভাব পড়বে কি?  


৭) রাজ্য সরকারের সমাজ কল্যাণমুখী প্রকল্প নিয়ে রাজ্যবাসীর কী মতামত? ভোটে তার সুফল পাবেন মমতা?