নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি নয়, বহুদিন আগে থেকেই প্রতারণায় হাত পাকাচ্ছেন ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেব। এমনকি রঞ্জিত মল্লিকের সঙ্গেও প্রতারণা করেছিল এই ভুয়ো IAS। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

না, এই রঞ্জিত মল্লিক অভিনেতা রঞ্জিত মল্লিক নন। ইনি দেবাঞ্জন দেবের গৃহশিক্ষক। নরেন্দ্রপুর থানা এলাকার কালীবাজারের বাসিন্দা। Zee ২৪ ঘণ্টাকে রঞ্জিত বাবু জানান, ২০১২-২০১৩ সালে তাঁর কাছে পড়ার জন্য ভর্তি হন দেবাঞ্জন দেব। জুওলজি পড়াতেন তিনি। ধীরে ধীরে তাঁর সঙ্গে দেবাঞ্জনের অন্যন্ত সুসম্পর্ক গড়ে ওঠে। নাটক, থিয়েটরের সঙ্গেও যুক্ত ছিলেন রঞ্জিত মল্লিক। সেই সুযোগেই প্রচারণার ফাঁদ পাতে দেবাঞ্জন। 


Zee ২৪ ঘণ্টাকে রঞ্জিত বাবু জানান, ২০১৬ সাল নাগাদ আর্টিস্ট ফোরামের কার্ড করিয়ে দেওয়ার নাম করে তাঁর থেকে ২০০০ টাকা নেন দেবাঞ্জন। একই প্রতিশ্রুতি দিয়ে আরও একজনের থেকেও দু'হাজার টাকা নেয়। কিন্তু এরপরই বেপাত্তা হয়ে যায়। আর দেবাঞ্জনের কোনও খোঁজ পাননি শিক্ষক রঞ্জিত মল্লিক। তাঁর এক সময়ের ছাত্রই যে আজ এতবড় জালিয়াত হয়ে গিয়েছে, তা ভাবতে পারছেন না রঞ্জিত বাবু।