নিজস্ব প্রতিবেদন:  বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের রহস্যজনক মৃ্ত্যু। বাড়ির বাথরুম থেকে উদ্ধার দেহ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কড়েয়া থানা এলাকার ব্রডস্ট্রিটের বাড়ির বাথরুম থেকে উদ্ধার হয় বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের দেহ। রাত্রি সাড়ে এগারোটা নাগাদ তাঁকে বাথরুমে পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। ডাকা হয় পারিবারিক বন্ধু ও চিকিৎসক অমল ভট্টাচার্যকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কড়েয়া থানা ও কলকাতা পুলিসের হোমিসাইড শাখা।


 শর্বরী দত্তের ছেলে অমলীন দত্ত জানান, বুধবার রাতে তাঁদের সঙ্গে রাতের খাওয়ার নেওয়ার সময় দেখা হয়। নিজের খাওয়া নিয়ে তিনি রুমে ঢুকেছিলেন। বৃহস্পতিবার সারাদিন তাঁর কোনও খবর না পাওযায় তাঁরা মনে করেছিলেন কোনও কাজে হয়তো বাইরে গিয়েছেন।


রাজ্যে একদিনে ফের করোনায় আক্রান্ত প্রায় ৩২০০ জন, বাড়ল মৃতের সংখ্যাও


রাতে দেখেন বাথরুমে পড়ে আছেন তিনি। কানে চোট আছে বলে জানা গিয়েছে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস। আজই এনআরএস হাসপাতালে ময়নাতদন্ত করা হবে।