নিজস্ব প্রতিবেদন: ফের ভোরের শহরে পথ দুর্ঘটনা। বেপরোয়া গতিতে চিংড়িঘাটা থেকে প্রগতি ময়দান যাওয়ার পথে বিপত্তি। ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়ি। জানা গিয়েছে নাইট ডিউটি সেরে নিজেই গাড়ি চালিয়ে ফিরছিলেন এক আইটি কর্মী। প্রগতি ময়দানের কাছে ডিভাইডারে ধাক্কা লেগে প্রায় ১০০ মিটার দূরে ছিটকে পড়ে গাড়িটি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: BJP কর্মীর বাগানে ঢুকল TMC কর্মীর 'মহেশ', বাঁকুড়ায় থানার সামনেই খণ্ডযুদ্ধ


কিন্তু  ধাক্কা লাগার পরই চালকের আসনের এয়ারব্যাগ খুলে যাওয়ায় তাঁর প্রাণহানি ঘটেনি। খবর পেয়ে প্রগতি ময়দান থানার পুলিস ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তে পুলিস জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়ির গতি ছিল ঘণ্টায় ৮০ কিলোমিটার। চৌবাগার বাসিন্দা ওই আইটি কর্মীকে আটক করা হয়েছে। তিনি পুলিসের কাছে স্বীকার করেছেন, সারারাত জেগে কাজ করার পর ক্লান্ত হয়ে গিয়েছিলেন। গাড়ি চালাতে চালাতে ক্লান্তিতেই আচমকা ঘুমে ঢুলে পড়েন ওই ব্যক্তি। আর তাতেই এই দুর্ঘটনা ঘটে।