কে নেবে কলকাতার দখল? এ নিয়ে প্রচারে তুফান তো উঠছিলই। এবার ইশতাহারেও যুদ্ধে জড়াল বাম তৃণমূল। উন্নয়নকে হাতিয়ার করেই ভোট চাইছে তৃণমূল। বামেরা আঙুল তুলেছে দুর্নীতির দিকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভোটের দামামা বেজেছে আগেই। শুরু হল দাবি আর অভিযোগের যুদ্ধ।  ইশতাহারের লড়াইয়ে অন্তত চারটি বিষয়ে সরাসরি সংঘাতে গিয়েছে বাম ও তৃণমূল।


সংখ্যালঘু উন্নয়নে কলকাতা পুরসভা এক নম্বরে। দাবি তৃণমূলের। বামেদের প্রশ্ন, প্রতিশ্রুতি তো অনেকই ছিল। কাজ হল কোথায়?
--------
কলকাতার বস্তিগুলির চেহারা পাঁচ বছরে বদলে গেছে। দাবি তৃণমূলের ইশতাহারে। বামেরা দাবি করছেন, বস্তি উন্নয়নে বরাদ্দ কমিয়েছে তৃণমূলের পুরবোর্ড।
--------
তৃণমূলের দাবি গত পাঁচ বছরে শহরবাসীর কাছে পানীয় জলের যোগান বেড়েছে। বামেরা বলছে, অধিকাংশ জলের প্রকল্পই তাদের আমলের।
--------
সৌন্দর্যায়ন নিয়েও বেধেছে তরজা। উদ্যান সংস্কার ও ত্রিফলা বাতি প্রচারের হাতিয়ার তৃণমূলের। বামেরা তুলছে আর্থিক অপচয় ও বরাতে দুর্নীতির অভিযোগ।
 
আঠারোই এপ্রিল পর্যন্ত চলবে দাবি, পাল্টা দাবির যুদ্ধ।কলকাতাবাসীর সমর্থন কোনদিকে তা বোঝা যাবে ভোটের ফলে।