ট্রাফিক আইন ভাঙলে শহরে কোন অপরাধে কত জরিমানা? (পূর্ণাঙ্গ তালিকা)
আপনি কলকাতা শহরে থাকেন? রোজ গাড়ি নিয়ে রাস্তায় বের হন? হয় সঙ্গে থাকে আপনার প্রিয় মোটরবাইকটা। অথবা সঙ্গে থাকে আপনার নতুন কেনা চারচাকা। কিংবা আপনার হয়তো গাড়ি নেই। কিন্তু রোজ এই শহরের গাড়িতে চড়েই তো যাতায়াত করতে হয় আপনাকে। সেক্ষেত্রে ট্রাফিক আইন ভাঙার জন্য আপনাকে কখনও কখনও জরিমানা দিতেই হয়। অথবা আপনি যে বাসে রয়েছেন, তাকেই দিতে হয়। কিন্তু আপনারও তো জানা দরকার যে, কোন আইন ভাঙলে কী জরিমানা হয়। পূর্ণাঙ্গ তালিকা রইল আপনার জন্য।
অপরাধের ধরণ | প্রথম অপরাধে | দ্বিতীয় অপরাধে | তৃতীয় অপরাধে | এর পরে ফের অপরাধের ক্ষেত্রে |
১৮ বছরের কম বয়সী কেউ গাড়ি বা মোটর সাইকেল চালালে | ৪৫০ টাকা | ৫০০ টাকা | ৫০০ টাকা | ৫০০ টাকা |
নো এন্ট্রি-র নিয়ম ভাঙলে বা Driving vechils in violation of restriction | ২০০০ টাকা | ৩০০০ টাকা | ৫০০০ টাকা | - |
উপযুক্ত ড্রাইভিং লাইসেন্স না থাকা কাউকে যদি মালিক তার গাড়ি চালাতে দেন | ৫০০ টাকা | ৬০০ টাকা | ৭০০ টাকা | এক হাজার টাকা |
নির্ধারিত গতির চেয়ে বেশি জোরে ড্রাইভিং করলে | ৬০০ টাকা | ৮০০ টাকা | এক হাজার টাকা | এক হাজার টাকা |
মদ্যপ অবস্থায় গাড়ি চালালে | ২০০০ টাকা | - | - | তিন হাজার টাকা |
ট্রাফিক সিগন্যাল ভাঙলে | ১০০ টাকা | ২৫০ টাকা | ৩০০ টাকা | ৩০০ টাকা |
দুর্ঘটনার সময় পুলিসের নির্দেশ অমান্য করে গাড়ি না থামিয়ে চলে গেলে | ৫০০ টাকা | - | - | এক হাজার টাকা |
বীমা না করা গাড়ি/বাইক/যান চালালে | ৪০০ টাকা | ৭০০ টাকা | এক হাজার টাকা | এক হাজার টাকা |
বিপজ্জনক কায়দায় গাড়ি/বাইক চালালে | ৪০০ টাকা | ৮০০ টাকা | ১২০০ টাকা | ১৬০০ টাকা |
সিট বেল্ট না ব্যবহার করলে | ১০০ টাকা | - | - | ৩০০ টাকা |
স্টপ লাইনের নিয়ম ভাঙলে | ১০০ টাকা | ৩০০ টাকা | ||
হেলমেট না পরে বাইক/স্কুটার না চালালে | ১০০ টাকা | - | - | ৩০০ টাকা |
ড্রাইভিংয়ের সময় মোবাইল বা ইয়ার ফোন ব্যবহার করলে | ১০০ টাকা | - | - | - |
ফুটপাথে গাড়ি চালালে | ১০০ টাকা | - | - | - |
ইনস্যুরেন্স, পলিউশন, রেজিস্ট্রেশন সার্টিফিকেট সহ নানা বৈধ কাগজপত্র সঙ্গে না থাকলে | ১০০ টাকা | ১৫০ টাকা | ২০০ টাকা | ৩০০ টাকা |