নিজস্ব প্রতিবেদন:  উসকানিমূলক মন্তব্যের অভিযোগে দিলীপ ঘোষের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করলেন বিনোদ কুমার সিং নামে এক ব্যক্তি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: দেরি হওয়ার কারণ দর্শালেন দিলীপ!


বিনোদ কুমার সিংয়ের অভিযোগ, ‘বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রকাশ্যে মন্তব্য করেছেন, ডান্ডার বিরুদ্ধে ডান্ডা দিয়ে জবাব দেওয়া হবে।‘ এখানেই শেষ নয়, তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, দিলীপ ঘোষ নাকি বলেছেন, ‘প্রতিরোধ সঙ্কল্প যাত্রা নয়, এবার প্রতিশোধ সঙ্কল্প যাত্রা।‘ দিলীপ ঘোষের এ ধরনের মন্তব্যে অশান্তি তৈরি হতে পারে বলে অশঙ্কাপ্রকাশ করেছেন অভিযোগকারীর। প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।


আরও পড়ুন: বিজেপির বাইক মিছিল শুরু হতেই বিতর্ক!


এদিকে, সিমলা স্ট্রিট থেকে সোমবার সকালে বিজেপির বাইক মিছিল শুরু হওয়ার আগে এক প্রস্থ ‘নাটক’ হয়। মিছিলে দেরিতে পৌঁছন দিলীপ ঘোষ। তাতে রেগে যান বিজেপি নেতা রাহুল সিনহা। এমনকি মিছিল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন হাইকোর্টে স্পেশ্যাল অবজারভারও। অবশ্য তার কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হয়।