ওয়েব ডেস্ক: আগুন লাগায় আতঙ্ক ছড়াল কলকাতা পুরসভায়। গতকাল রাত সাড়ে দশটা নাগাদ কলকাতা পুরসভার পেনশন বিভাগে আগুন লাগে। আগুনে পুড়ে গিয়েছে দুটি কম্পিউটারের CPU এবং কিছু কাগজপত্র। নিরাপত্তারক্ষীরা ধোঁয়া দেখে দমকলে খবর দেন। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। পরে আরও চারটি ইঞ্জিন আসে। বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে পুরসভা সূত্রে খবর। নথিপত্রেরও কোনও ক্ষতি হয়নি।


আরও পড়ুন- অটোকে নিয়মের শৃঙ্খলে বাঁধতে এগারো দফা নির্দেশ জারি করেছে ইউনিয়ন


দমকল সূত্রে খবর, গ্রাউন্ড ফ্লোরের সাঁইত্রিশ নম্বর ঘরটিতে শনিবার থেকে একটি টেবল ফ্যান চলছিল। তার থেকেই আগুন লাগে। কিন্তু, এই ঘটনায় কলকাতা পুরসভার ঢিলে ঢালা অগ্নি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।


আরও পড়ুন- AJC বোস রোডে রোলার চালককে পিষে দিল কোনও উদ্ধত চালক