নিজস্ব প্রতিবেদন: জোড়াবাগান থানা এলাকার ৫ নম্বর নিমতলা ঘাট স্ট্রিটের ভয়াবহ আগুন। প্রথমে একটি কাঠের বাড়িতে আগুন লাগে বলে খবর। সেখান থেকে পাশের বস্তি এলাকায় ছড়িয়ে যায় আগুন। সূত্রের খবর, ইতিমধ্যে ভস্মীভূত হয়ে গিয়েছে ২০ থেকে ২৫টি বাড়ি। ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন। ঘঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

খবর পেয়ে ঘটনাস্থলে যান মন্ত্রী তথা এলাকার বিধায়ক শশী পাঁজা। তিনি বলেন, "এলাকাটা বেশ বড়। কাঠ থাকায় আগুন দ্রুত ছড়াচ্ছে। তবে মানুষের কোনও ক্ষতি হয়নি। দোকান পুড়েছে। ব্যবসার ক্ষতি হবে।" জানা গিয়েছে শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ আগুন লাগে। মুহূর্তের মধ্য়ে ছড়িয়ে যায় আগুন। 


আরও পড়ুন: Kolkata: রাতে শিক্ষক নেতা মইদুল ইসলামকে ধরতে গেল পুলিস, গ্রেফতারি নিয়ে চরম নাটকীয়তা


আরও পড়ুন: Kolkata: রাতের শহরে শুটআউট, সিন্ডিকেট বিবাদে গুলিবিদ্ধ ১, প্রকাশ্যে CCTV ফুটেজ


তবে কীভাবে আগুন লাগল তা নিয়ে ধন্দে রয়েছেন স্থানীয়রা। কেউ জানান সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লাগে, কেউ জানান অন্য ভাবে আগুন লেগেছে। আগুনের উৎসস্থল এখনও জানতে পারেনি পুলিস দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজ করছে দমকল। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় বারবার বাধার মুখে পড়ছেন তাঁরা।