নিজস্ব প্রতিবেদন: রাজাবাজারে ফলের বাজারে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৭টা ইঞ্জিন। জানা গিয়েছে আজ দুপুর ২টো নাগাদ আগুন লাগে। ২ টোর পর রাজাবাজারের ফলবাদজার থেকে গলগল করে ধোঁয়া বেরতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর দেন দমকলে। দমকল খবর পায় ২.৯ নাগাদ। এরপরই পৌঁছয় ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আতঙ্কে স্থানীয়রা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ রবিবার ছুটির দিন হওয়ায় বাজার অন্যান্যদিনের চেয়ে কিছুটা ফাঁকাই ছিল। ফলে প্রাণহানির কোনও খবর নেই এখনও পর্যন্ত। যদিও ভিতরে কেউ আটকে রয়েছে কিনা তা দেখা হচ্ছে। এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিসও। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা। দীর্ঘক্ষণের চেষ্টায় তাঁরা আগুনের উৎসে পৌঁছন এবং আগুন বেশ খানিকটা নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে প্রবল ধোঁয়া ছেয়ে গিয়েছে এলাকা। অসুস্থ হয়ে পড়েন অনেকেই। এরপর তাঁদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 


বেশ কিছুক্ষণের মধ্যে দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে আগুন। এখনও পকেট ফায়ার রয়েছে কিনা তা খতিয়ে দেখছে দমকল। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ বহু। বাজারের পাশের একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। বাজারের অধিকাংশ জিনিস ভস্মিভূত হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছেন দমকলের সুজিত বসু।