নিজস্ব প্রতিবেদন : শুভ পঞ্চমীতেই শহরে ফের অগ্নিকাণ্ড। আগুন লাগল শহরের একটি শপিংমলে। সল্টলেকের এএমপি বৈশাখি মলে আগুন লেগেছে। দাহ্য বস্তু মজুত থাকায় সাততলা শপিং মলে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই বেসমেন্ট থেকে বিস্ফোরণের আওয়াজও পাওয়া গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


জানা গিয়েছে, শপিং মলটির বেসমেন্টে আগুন লাগে। আগুন লাগর খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। এই মুহূর্তে দমকলের ৯টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। বেসমেন্টের ভিতরে ঢোকার চেষ্টা করছেন দমকল কর্মীরা। শপিং মলের উপরে আবাসনও রয়েছে। বহুতলটি ৭ তলা। সবাইকে বেরিয়ে যেতে বলা হয়েছে।


আরও পড়ুন, পঞ্চমীর সকালে উলটোডাঙায় অটো চালকদের অবরোধ


খালি করে দেওয়া হয়েছে শপিং মলটি। আবাসনের বাসিন্দাদেরও নীচে নেমে আসতে বলা হয়েছে। শপিং মলের কাছেই রয়েছে একটি পুজো মণ্ডপ। শপিং মলের আগুন প্রথম তাদের চোখেই পড়ে। বেসমেন্টের ভিতরে অনেক গাড়ি রয়েছে। কয়েকটি গাড়িত আগুন লেগে গিয়েছে বলেও জানা যাচ্ছে। বিস্ফোরণের আওয়াজ শুনতে পাওয়া গিয়েছে বাইরে থেকে।