আগুন লাগল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনে
ফের আগুন লাগার ঘটনা ঘটল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। আগুন লাগল প্রেসিডেন্সির কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সার্ভার রুমে। হঠাত্ই ওই ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখেন ছাত্রছাত্রীরা। আগুনের আতঙ্কে লাইব্রেরি ভবনের বাইরে বেরিয়ে আসেন তাঁরা।
ওয়েব ডেস্ক : ফের আগুন লাগার ঘটনা ঘটল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। আগুন লাগল প্রেসিডেন্সির কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সার্ভার রুমে। হঠাত্ই ওই ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখেন ছাত্রছাত্রীরা। আগুনের আতঙ্কে লাইব্রেরি ভবনের বাইরে বেরিয়ে আসেন তাঁরা।
আরও পড়ুন- ৬৩৪ দিন জেলে থাকার পর জামিনে মুক্ত 'প্রভাবহীন' মদন মিত্র
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় দমকলের পাঁচটি ইঞ্জিন।অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। এর আগে দুহাজার দশ সালে আগুন লেগেছিল প্রেসিডেন্সির বেকার ল্যাবে। সেই ঘটনা থেকে কোনও শিক্ষাই যে নেয়নি কলেজ কর্তৃপক্ষ, তা কার্যত মেনে নিলেন কলেজের রেজিস্ট্রার। তিনি জানিয়েছেন, লাইব্রেরিতে অগ্নিনির্বাপণের কোনও পরিকাঠামোই নেই।