কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন, দ্রুতই নিয়ন্ত্রণে
রাতে কর্তব্যরত এক নিরাপত্তারক্ষী হেমাটলজি বিভাগ থেকে ধোঁয়া বেরোতে দেখেন।
নিজস্ব প্রতিবেদন: কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আগুন আতঙ্ক। সোমবার ভোরে হাসপাতালের হেমাটলজি বিভাগে আগুন লাগে।
আরও পড়ুন-'মৃণালদার জন্য কাঁদতেও খারাপ লাগে', বলেও চোখের জল বাদ মানলো না মমতা শঙ্করের
রাতে কর্তব্যরত এক নিরাপত্তারক্ষী হেমাটলজি বিভাগ থেকে ধোঁয়া বেরোতে দেখেন। সঙ্গে সঙ্গেই হাসপাতাল কর্মীদের খবর দেন তিনি। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকল বিভাগের তিনটি ইঞ্জিন। তবে তার আগেই হাসপাতালের ইলেকট্রিক বিভাগের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন-মৃণাল সেনের মৃত্যুতে শোকবার্তা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির
কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। হাসপাতাল সুপার ইন্দ্রনীল বিশ্বাস জানিয়েছেন, ছোটো আগুন, কর্মীরাই নিয়ন্ত্রণে এনে ফেলেছিলেন। কোনও সমস্যা হয়নি।