জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুটো পঞ্চাশ নাগাদ মেডিকেলের সুপার স্পেশ্যালিটি ব্লকের ফার্স্ট ফ্লোরে সার্ভার রুমে আগুন লাগার খবর পায় দমকল। ওই ফ্লোরে কোনও রোগী চিকিৎসাধীন ছিলেন না। সেকেন্ড ফ্লোরেই আছে সিসিইউ। পুরো বিল্ডিংয়ের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে আধ ঘণ্টায় আগুন আয়ত্বে আনে দমকল। এই ঘটনায় হাসপাতাল জুড়ে ছড়ায় আতঙ্ক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দমকলের তিনটি ইঞ্জিন সহ আসে ডিএমজি। বিদ্যুৎ বন্ধ থাকায় সিসিইউতে ব্যাটারী ব্যাকআপ দিয়ে পরিষেবা সচল রাখা হয়। সিসিইউতে ভেন্টিলেটরের মত জরুরী যন্ত্র রয়েছে। পুলিস দমকল জানিয়েছে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় বিপদ রোখা সম্ভব হয়েছে। তবে বেশ কিছুক্ষন কালো ধোঁয়ায় ঢেকে যায় ফার্স্ট ফ্লোর।


 



আরও পড়ুন: Kharagpur IIT: খুন-ই হয়েছে খড়গপুর আইআইটির ফাইজান! কমিটির বিস্ফোরক রিপোর্ট, কড়া নির্দেশ হাইকোর্টের


মেডিক্যালে যখন আগুন লাগে তখন সুপারস্পেশালিটি বিল্ডিংয়ে ইউরোলজির ওটি চলছিল। ডঃ সুনির্মল চৌধুরি এবং তাঁর টিম এক মহিলা রোগীর সার্জারি করছিলেন। হঠাৎ করে পাওয়ার বন্ধ করায় ব্যাটারি ব্যাক আপ আর মোবাইলের আলো জ্বালিয়ে অস্ত্রোপচার করেছেন ডাক্তাররা।


আরও পড়ুন: DA Movement: ডিএ-র পাশাপাশি অন্যান্য ইস্যুতেও রাজ্য সরকাকে চাপ সংগ্রামী যৌথ মঞ্চের


ডঃ সুনির্মল চৌধুরি জানিয়েছেন, ‘আজকে আমরা ৪৬ বছর বয়সী এক মহিলা পেশেন্ট, যার ডানদিকের কিডনিতে টিউমার ছিল, তাঁর পুরো কিন্ডনি বাদ দেওয়ার জন্য প্রস্তুত হই। দুপুর ২টোর সময় অপারেশন শুরু হয়। প্রায় ৪০-৫০ মিনিট পরে হঠাৎ করে অন্ধকার হয়ে যায়। আমরা টর্চের আলোর ব্যবস্থা করি। এরপরে আমরা ধিরে ধিরে টিউমার বের করতে সক্ষম হই। পেশেন্ট সুস্থ আছেন। এরকম অভিজ্ঞতা আমাদের আগে কোনও দিন ছিল না।     


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)