নিজস্ব প্রতিবেদন:   লকডাউনের সকালে পার্কস্ট্রিটে ভয়াবহ আগুন। পার্ক মেনসন বিল্ডিংয়ে প্যারামাউন্ট টি কোম্পানির কর্পোরেট অফিসে আগুন লাগে। দমকলের চারটি ইঞ্জিন প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 এদিন সকলে বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষীরা বিল্ডিংয়ের ২ নম্বর সেক্টরের চার তলা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন। প্রাথমিকভাবে তাঁরাই অফিসে আটকে পড়া দুই কর্মীকে উদ্ধার করে আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর যায় দমকলে।


 


আরও পড়ুন: "কী পাব নয়, কী দেব সেটাই ভাবুন" ভার্চুয়াল বৈঠকে যুবযোদ্ধাদের একগুচ্ছ টিপস অভিষেকের



প্রাথমিকভাবে দমকলকর্মীরা জানতে পেরেছেন, সারা রাত সার্ভার রুমে এসি চলছিল। তাতে শট সার্কিট থেকেই কোনওভাবে আগুন লাগে। তবে অন্যান্যদিকও খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।