নিজস্ব প্রতিবেদন: টিকা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এর পাশাপাশি সমস্ত পুর পরিষেবার অনলাইনে করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন কলকাতা পুরসভার প্রশাসক। শনিবার 'মেয়র অন কল' কর্মসূচিতে ফিরহাদ জানালেন, কোভিডের কারণে  জল সংযোগ-সহ সমস্ত পরিষেবাই দেওয়া হচ্ছে অনলাইনে। বিল্ডিং প্ল্যানের অনুমোদন দেওয়া হবে ২৭ দিনে। নাগরিকদের উপসর্গ ধরা পড়লে বাড়িতে গিয়ে পরীক্ষা করবে পুরসভা। বাড়িতে টিকাকরণের বিষয়টি নিয়ে পরে সিদ্ধান্ত হবে।       


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে টিকা নিয়ে এ দিন রাজনীতি করার অভিযোগ করেছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাঁর কথায়,''ভ্যাকসিন উৎপাদন বাড়াতে সঠিক নীতিমালা তৈরি করা উচিত ছিল। তা না করে ঘণ্টা, প্রদীপ জ্বালানোর উপদেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ভ্যাকসিন উৎসব করেছেন। এটা অত্যন্ত দুঃখের বিষয়। টিকা চেয়ে মুখ্যমন্ত্রীও চিঠি দিয়েছেন। শুনলাম সেরামকে টাকা দিয়েছে। ভারত বায়োটেকের টাকা মেটায়নি। তাই তারা উৎপাদন বন্ধ করে দিয়েছে। রোজ এত মানুষ মারা যাচ্ছে। আমরা আতঙ্কে রয়েছি। কিন্তু, প্রধানমন্ত্রী আতঙ্কিত হচ্ছেন না! রাজ্যে কেন্দ্রীয় দল পাঠাচ্ছেন। আমরা চাই না কেউ মারা যাক। অথচ হাজার হাজার লোকের মৃত্যু দেখতে কেন কেন্দ্রীয় দল পাঠাবে না!''


রাজ্যে গণটিকাকরণের ব্যবস্থা রয়েছে বলে দাবি করেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তবে ভ্যাকসিন না আসা পর্যন্ত টিকা-নীতি তৈরি হবে না বলে জানান তিনি। কলকাতা পুরসভার প্রশাসক বলেন,''কোভিড টেস্ট বাড়ানো হচ্ছে। টেস্টের পর হাসপাতাল বা আমাদের সেফ হোমে পাঠানো হবে।''       


আরও পড়ুন- করোনার উপসর্গ নিয়ে Medical College থেকে গায়েব রোগী