নিজস্ব প্রতিবেদন: বাম আমলে হিডকোর (HIDCO) দায়িত্ব সামলাতেন গৌতম দেব (Goutam Deb)। তবে পরিবর্তনের জমানায় কোনও মন্ত্রীকে হিডকোর চেয়ারম্যান করেননি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃতীয় ক্ষমতায় আসার পর সেই রীতি বদল করলেন মুখ্যমন্ত্রী। হিডকোর চেয়ারম্যান হলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গৌতম দেবের আমলে হিডকোর (HIDCO) জমি দেওয়ার ক্ষেত্রে বেনিয়ম হয়েছিল বলে অভিযোগ করেছিল তৃণমূল (TMC)। ২০১১ সালে পালাবদলের পর সেই সব জমি ফেরত নেয় পরিবর্তনের সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। হিডকোর চেয়ারম্যান হবেন সরকারি আধিকারিক। হিডকোর জমি বণ্টনের সিদ্ধান্তে অনুমোদন দেবে মন্ত্রিসভা। ১০ বছর পর সেই সিদ্ধান্ত বদল। দেবাশিস সেনের জায়গায় হিডকোর চেয়ারম্যান হলে রাজ্যের আবাসন ও পরিবহণ দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।


নগরোন্নয়ন দফতর থেকে হিডকো-কে আনা হয়েছে আবাসন দফতরের অধীনে। মাসখানেক আগে মন্ত্রিসভায় এই সিদ্ধান্তে সিলমোহর পড়ে। বৃহস্পতিবার আবাসন দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানাল, হিডকোর চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে ফিরহাদ হাকিমকে (Firhad Hakim)। 


আরও পড়ুন- রাজ্যে তৈরি হতে চলেছে আরও ৬টি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)