`মানুষের বিশ্বাস রাখাটাই বড় চ্যালেঞ্জ`, বললেন তিলোত্তমার ভাবী মহানাগরিক
আনুষ্ঠানিকভাবে না হলেও, আজ থেকেই পুরসভার কাজ শুরু করে দিলেন ভাবী মেয়র ফিরহাদ হাকিম।
নিজস্ব প্রতিবেদন : নির্বাচনের আগেই তিনি নির্বাচিত। সকাল থেকেই ভাবী মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে মানুষের ঢল। ভাবী মেয়রের সঙ্গে দেখা করতে ভিড় জমালেন বহু মানুষ। শপথগ্রহণের আগেই একেবারে মহানাগরিকের মেজাজে ববি হাকিম।
এদিন শুভেচ্ছা জানাতে সাতসকালে তাঁর বাড়ি পৌছে যান সদ্য প্রাক্তন হওয়া মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চ্যাটার্জিও। ভাবী মেয়রের বাড়িতে গিয়েছিলেন পুর কর্তা খলিল আহমেদ সহ অন্যান্য পুর আধিকারিকরাও। কলকাতা পুরসভার মেয়র পদে ফিরহাদ হাকিম শপথ নেবেন আগামী ৩ ডিসেম্বর। সূত্রের খবর, আনুষ্ঠানিকভাবে না হলেও, আজ থেকেই পুরসভার কাজ শুরু করে দিলেন ভাবী মেয়র ফিরহাদ হাকিম।
আরও পড়ুন,"দল চাইলে কাউন্সিলর হিসেবেও পদত্যাগ করতে রাজি", বিস্ফোরক শোভন
অসংখ্য মানুষের শুভেচ্ছা, ভালোবাসা পেয়ে দৃশ্যতই আপ্লুত ভাবী মেয়র। কলকাতা পুরসভার মেয়রের দায়িত্ব প্রসঙ্গে এদিন ফিরহাদ হাকিম বলেন, মানুষের বিশ্বাস রাখাটাই বড় চ্যালেঞ্জ। উন্নয়ের ধারা বজায় রাখতে হবে। পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার কলকাতার মহানাগরিক হিসেবে ইস্তফা দেন শোভন চট্টোপাধ্যায়। গতকাল সকালে নিরাপত্তারক্ষীর হাত দিয়ে এক লাইনের পদত্যাগপত্র কলকাতা পুরসভার চেয়ারাপার্সন মালা রায়ের কাছে পাঠান শোভন চট্টোপাধ্যায়। অন্যদিকে গতকালই বিধানসভায় পাশ হয় পুরনিগম আইন সংশোধনী। সংশোধনীতে বলা হয়, কাউন্সিলর নন এমন কেউ পুরসভার মেয়র হতে পারেন। তবে তাঁকে ৬ মাসের মধ্যে কাউন্সিলর হিসেবে জিতে আসতে হবে।
আরও পড়ুন, "ও ভালো থাকুক", বিধানসভায় দাঁড়িয়ে শোভনকে 'শুভেচ্ছা' মুখ্যমন্ত্রীর
এরপরই বিকালে উত্তীর্ণে ভাবী মেয়র ও ডেপুটি মেয়রকে নিয়ে বৈঠকের পর কলকাতা পুরসভার মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিরহাদ হাকিমের নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার পুরসভার খুঁটিনাটি ছিল শোভনবাবুর নখদর্পণে। শোভনের পরিবর্তে কোনও দক্ষ লোককেই মেয়র করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের ওপরই আস্থা রাখেন মুখ্যমন্ত্রী।