নিজস্ব প্রতিবেদন: 'ফলক কেলেঙ্কারি কিসের! কে ফলক লাগিয়েছে জানি না। আমার নামে কত ফলক লাগানো আছে। সেগুলির ইজারা দেওয়ার ক্ষমতা আমার নেই।' তালতলায় রবীন্দ্রমূর্তির ফলকে দেবাঞ্জন দেবের সঙ্গে তাঁর নাম থাকা নিয়ে একথাই বললেন কলকাতা পুরসভার পুর প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)।               


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তালতলায় ত্রিপুরা শঙ্করসেন শাস্ত্রী স্মৃতি গ্রন্থাগারের রবীন্দ্রমূর্তির ফলকে ফিরহাদের হাকিমের (Firhad Hakim) সঙ্গে জ্বলজ্বল করছিল 'পুরসভার যুগ্মসচিব' দেবাঞ্জন দেবের নাম। শুক্রবার সেটি ভেঙে দেয় পুরসভা। তদারকি করেন কো-অর্ডিনেটর ইন্দ্রাণী সাহা বন্দ্যোপাধ্যায়। তার আগে পুর প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ দাবি করেন,'কলকাতা পুরসভা ওই মূর্তিটি বসায়নি। অনুষ্ঠানও হয়নি। ফলকে যাঁদের নাম লেখা তাঁরা কেউ উন্মোচনের সময় ছিলেন না।' প্রমাণ লোপাটের জন্য ফলক ভাঙা হয়েছে বলে অভিযোগ করে বিজেপি। শনিবার ফিরহাদ (Firhad Hakim) জানান,'ফলক লাগানোর জন্য ওঁর কাছে কোনও ওয়ার্ক অর্ডার নেই। কে ফলক লাগাচ্ছে, কে ভাঙছে এটা আমার জানার কথা নয়। ফলক কেলেঙ্কারির কী আছে? কেন আপনারা খবর করলেন না আগে। যখন নীরব মোদীর সঙ্গে নরেন্দ্র মোদী বসে থাকেন সেটা কেলেঙ্কারি হয় না।'


ফিরহাদের স্বগতোক্তি,'সারাজীবন মানুষের কাজ করেছি গালাগালি খাওয়ার জন্য! বিরাট কেলেঙ্কারি হয়ে গেল! আমরা সেই অনুষ্ঠানে যাইওনি। আমাকে জিজ্ঞেস করে কি ফলক লাগিয়েছে?' দেবাঞ্জনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া বলে জানান ফিরহাদ (Firhad Hakim)। তাঁর কথায়,'সিট গঠন করা হয়েছে। দোষীরা শাস্তি পাবে। বাংলায় নিরপেক্ষ তদন্ত হয়। এটা বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় কোনও অন্যায় সহ্য করেন না।' 


আরও পড়ুন- উপনির্বাচনকে ভয় পাচ্ছে কেন? গণতন্ত্রে বিশ্বাস করে না BJP, পাল্টা TMC


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)