ওয়েব ডেস্ক: বার বার পক্ষপাতিত্বের অভিযোগ বিরোধীদের । তার জেরে  শেষ পর্যন্ত নগরপাল রাজীব কুমারকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কলকাতার নগরপাল পদে নিয়োগের জন্য সামনে আসছে পাঁচটি  নাম।  


তালিকায়  নাম রয়েছে এডিজি সিআইডি সৌমেন মিত্রের। দীর্ঘদিন দক্ষতার সঙ্গে কলকাতা পুলিসের একাধিক দায়িত্ব সামলেছেন এই অভিজ্ঞ অফিসার। পাশাপাশি নাম রয়েছে কে হরিরাজনের। হরিরাজন পুলিস রিক্রুট বোর্ডের চেয়ারম্যান। নাম রয়েছে স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরোর এডিজি সুধীর মিশ্রের । এমনকি বিবেচনায় রয়েছে এডিজি সিআইডি সুরজিত করপুরকায়স্থ এবং বিশেষ কমিশনার জয়ন্ত বসুর নাম।