নিজস্ব প্রতিবেদন: যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল উড়ান! এনিয়ে কলকাতা বিমানবন্দরে তুমুল বিক্ষোভে  ফেটে পড়লেন যাত্রীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-হায়দরাবাদ ধর্ষণকাণ্ডের বিচার হবে ফাস্ট ট্র্যাক কোর্টে, চাপে পড়ে আশ্বাস তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর


যাত্রীদের অভিযোগ, সোমবার সকাল পাঁচটা নাগাদ গো এয়ারের একটি বিমানের কলকাতা থেকে গুয়াহাটি উড়ে যাওয়ার কথা।  যাত্রীদের প্রথমে জানানো হয়, আবহাওয়া খারাপ থাকার জন্য বিমান উড়তে পারছে না। এরপর ফের ঘোষণা করা হয়, সকাল  দশটা নাগাদ বিমান উড়বে।  কিন্তু দশটার কিছু পরেই ঘোষণা করা হয় উড়ান বাতিল করা হয়েছে। এতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা।



আরও পড়ুন-কংগ্রেসে সভায় স্লোগান উঠল ‘প্রিয়ঙ্কা চোপরা জিন্দাবাদ’, তুমুল ট্রোল সোশ্যাল মিডিয়ায়


এদিকে, যাত্রীদের বিক্ষোভের মধ্যেই ঘোষণা করা হয় যান্ত্রিক ত্রুটির কারণে গুয়াহাটির বিমান বাতিল করা হয়েছে। পাশাপাশি, আহমেদাবাদগামী একটি বিমানও বাতিল করার কথা ঘোষণা করা হয়।  যাত্রীদের অভিযোগ, কোনও কিছুই সঠিক ভাবে বলা হচ্ছে না। পাশাপাশি, কিসের জন্য টিকিট বাতিল করা হয়েছে তাও স্পষ্ট স্পষ্ট করে বলুক বিমান পরিবহন সংস্থা। এমনটাই দাবি যাত্রীদের।