নিজস্ব প্রতিবেদন: শনিবার যোধপুর পার্কের একটি আবাসন থেকে উদ্ধার হল বিদেশিনীর দেহ। মৃত বছর ৪০-এর হ্যালেন স্কটল্যান্ডের বাসিন্দা। হ্যালেন আরও ৫ সঙ্গীর সঙ্গে ভারত ভ্রমণে এসেছিলেন। গত ১৭ অক্টোবর তিনি ও তাঁর সঙ্গীরা যোধপুর পার্কের এই আবাসনে আসেন। শনিবার তাঁদের মুম্বই যাওয়ার কথা ছিল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


পুলিস সূত্রে খবর, এদিন দুপুর ১২টা নাগাদ যোধপুর পার্কের ওই আবাসন থেকে হ্যালেনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন তাঁর সঙ্গীরা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় লেক থানার পুলিস। মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করেন। 


আরও পড়ুন: দশমীতে নিউটাউনে তথ্যপ্রযুক্তি কর্মীর রহস্যমৃত্যু, সিবিআই তদন্ত চায় মৃতের পরিবার


শহরের বুকে বিদেশি পর্যটকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। পুলিস বিদেশিনীর পাসপোর্ট সংগ্রহ করেছে।  লেক থানা ও লালবাজার থানার পুলিসের সায়েন্টিফিক উইঙ ঘটনার তদন্তে নেমেছে।  ঘটনাস্থলে চিরুনি তল্লাশি করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হ্যালেনের সঙ্গীদেরও। মৃতার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বিদেশিনীর কোনও শারীরিক সমস্যা ছিল কি না সে বিষয়েও খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।